বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি মাসের শুরুতে ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে সর্বশেষ সংযোজন জিটি২ প্রো স্মার্টফোনটি ভারতের বাজারে উন্মুক্ত করেছে রিয়েলমি। পাশাপাশি দেশটিতে প্রতিষ্ঠানটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ভ্যানিলা জিটি২ উন্মুক্তের কথাও জানিয়েছিল। তবে নির্ধারিত সময়ের আগেই জিটি২ স্মার্টফোনটি বাজারে উন্মোচন করেছে রিয়েলমি। খবর গিজমোচায়না।
জিটি২ স্মার্টফোনটির ডিজাইন রিয়েলমি জিটি২ প্রোর মতোই। সেই সঙ্গে এতে পরিবেশবান্ধব জৈব উপাদান ব্যবহার করা হয়েছে। সাদা ও সবুজ রঙের ভ্যারিয়েন্টে টেক্সচারড ডিজাইন রয়েছে। ফলে এটি ব্যবহার করা সহজ, আরামদায়ক ও নিরাপদ। আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ডিভাইসটির পাওয়ার বাটন বামে ও ভলিউম বাটন ডান পাশে অবস্থিত।
জিটি২ স্মার্টফোনটিতে ৬ দশমিক ৬২ ইঞ্চির স্যামসাং ই৪ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, স্ক্রিন টু বডি রেশিও ৯২ দশমিক ৬ শতাংশ। ডিসপ্লেতে ৭২০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট ফিচারের পাশাপাশি ডিসপ্লের সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ৫ দেয়া হয়েছে। নিরাপত্তার জন্য ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে।
রিয়েলমি জিটি২ স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট ব্যবহার করা হয়েছে। ভ্যারিয়েন্ট ভেদে ডিভাইসটিতে ৮ জিবি থেকে ১২ জিবি পর্যন্ত র্যাম থাকবে। ডিভাইসে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৬৫ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩ রয়েছে। জিটি২ স্মার্টফোনটিতে সনি আইএমএক্স৭৬৬ ওআইএস প্রসেসরযুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১১৯ ডিগ্রি আল্ট্রা ওয়াইড ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে।
সেলফি ও ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। বাজারে পেপার গ্রিন, পেপার হোয়াইট ও স্টিল ব্ল্যাক রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩৪ হাজার ৯৯৯ রুপি এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩৮ হাজার ৯৯৯ রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।