বাজারে এলো সাশ্রয়ী মূল্যের রিয়েলমি নোট ৫০

রিয়েলমি নোট ৫০

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে রিয়েলমি উন্মোচন করেছে ব্র্যান্ডের সেরা এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট রিয়েলমি নোট ৫০।

রিয়েলমি নোট ৫০

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়েলমি জানায় ‘লং-লাস্টিং ভ্যালু কিং’ নামে পরিচিত এই ফোনে গ্রাহকরা পাচ্ছেন স্থায়িত্বের নিশ্চয়তার পাশাপাশি কম খরচে একটি স্মার্টফোন কেনার সুযোগ। যার মূল্য শুরু হয়েছে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকা থেকে।

এই ফোনে রয়েছে ‘আইপি৫৪ রেটিং’ এর পানি ও ধুলারোধী সার্টিফিকেশন। আরও রয়েছে একটি কঠিন গ্লাস স্ক্রিন এবং একটি শক্তিশালী ইন্টারনাল ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো, যা পড়ে গেলেও ফোনটিকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।

স্কাই ব্লু ও মিডনাইট ব্ল্যাক দুই ধরনের ব্যাক কভার ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ব্যাক কভারের রং ও স্টাইলিশ রাইট অ্যাঙ্গেল এজের কারণে স্মার্টফোনটিতে বৈচিত্র্যময়তার পাশাপাশি সাধারণত্বের এক দারুণ সংমিশ্রণ ঘটেছে।

মাত্র ৭.৯৯ মিলিমিটার পুরুত্ব এবং ১৮৬ গ্রাম ওজনের ডিভাইসে রয়েছে ৬.৭৪ ইঞ্চি ফুল স্ক্রিন ডিসপ্লে, যেটিতে রয়েছে আকর্ষণীয় ৯০.৩ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও।

৫৬০ নিটস এর পিক ব্রাইটনেস দেবে বিশেষ আউটডোর ক্লিয়ারিটি, এর সঙ্গে যুক্ত হয়েছে স্মুথ ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ওয়াইড কালার গেমুট।

এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর, ২৪৫,৩৪৩ আনটুটু বেঞ্চমার্ক স্কোর এবং এটি সুপার গেমিং পারফরম্যান্সের গ্যারান্টি।

এছাড়া ৫০০০ এমএএইচের বৃহৎ ব্যাটারি, যেটি সর্বোচ্চ ১০৬ ঘণ্টা পর্যন্ত একটানা মিউজিক উপভোগের সুযোগ করে দিচ্ছে ব্যবহারকারীদের।

রিয়েলমি নোট ৫০ এর ৪জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্ট ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আর ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ১১,৯৯৯ টাকায়।