বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এখন ১১ হাজার ৯৯৯ টাকার মধ্যে রিয়েলমি নোট-৫০ মিলছে দেশের বাজারে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়েলমি জানিয়েছে, তাদের এন্ট্রি-লেভেল স্মার্টফোন রিয়েলমি নোট-৫০ ইতোমধ্যে ক্রেতাদের নজর কেড়েছে।
রিয়েলমি নোট-৫০ বাজারে আসে গত ২৪ ফেব্রুয়ারি। ওই দিন থেকেই রিয়েলমি’র সব আউটলেটে আগ্রহী ক্রেতাদের ভিড় দেখা গেছে। অনেকে আগাম বুকিংও দিয়েছেন।
রাজধানীর মিরপুর, গাজীপুর, সিলেট এবং চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার রিয়েলমির আউটলেটে মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আউটলেটগুলোতে গ্রাহকদের মোবাইলের সঙ্গে ব্যাকপ্যাক, হেডফোন, ব্যাক কভার, স্ক্রিন প্রটেক্টরসহ নানা ধরনের উপহার দিচ্ছে রিয়েলমি।
অক্টা-কোর প্রসেসরের এ মোবাইল ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট।পাঁচ হাজার এমএএইচ ব্যাটারির এই ফোনের ৪ জিবি+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম দশ হাজার ৯৯৯ টাকা। আর ৪ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১১ হাজার ৯৯৯ টাকা।
রিয়েলমির ওয়েবসাইট এবং পিকাবো থেকে অনলাইনেও রিয়েলমি নোট ৫০ স্মার্টফোনটি কেনা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।