বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোন খুব শিগগিরই বাজারে আনছে। ইতিমধ্যে ফোনটির স্পাই ফটো এবং কনফিগারেশন প্রকাশ্যে এসেছে।
রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে দুইটি রেয়ার ক্যামেরা সেন্সর থাকছে। আলাদাভাবে এই দুই ক্যামেরা সেন্সর রয়েছে গোলাকার ইউনিটে। ফোনের ব্যাক প্যানেলের বাঁ দিকের উপরের কোণে লম্বালম্বি সাজানো রয়েছে এই দুই রেয়ার ক্যামেরা সেন্সর। তৃতীয় কোনও ক্যামেরা রয়েছে কিনা তা স্পষ্ট নয়। এলইডি ফ্ল্যাশ লাইট সম্পর্কেও কিছু জানা যায়নি। অন্যদিকে ফোনের ডানদিকের সাইডের অংশে কমলা রঙের পাওয়ার বাটন এবং ফোনের ভলিউম রকার্স (আওয়াজ কমানো-বাড়ানোর বাটন) রয়েছে।
রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ অথবা মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ প্রসেসর থাকতে পারে। প্রসেসরের সঙ্গে ১২ জিবি র্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউ ৬.০-এর সাহায্যে। আগে শোনা গিয়েছিল, রিয়েলমি পি৩ আলট্রা ৫ জি ফোনের ১২ জিবি সর্বোচ্চ ইনবিল্ট র্যামের সঙ্গে ২৫৬ জিবি পর্যন্ত সর্বোচ্চ অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এই ফোনে একটি গ্লাস ব্যাক প্যানেল থাকার অনুমান করা হচ্ছে। অর্থাৎ ফোনের রিয়ার প্যানেল বা পেছনের অংশ হবে কাচের মতো। ধূসর রঙে রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোন লঞ্চ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।