বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গত বছর সেপ্টেম্বর মাসে স্মার্টফোন সংস্থা রিয়েলমি তাদের ব্র্যান্ডের সর্বপ্রথম ট্যাব, রিয়েলমি প্যাড-এর হাত ধরে ট্যাবলেটের মার্কেটে প্রবেশ করে। এই ট্যাবটির লঞ্চের কিছুদিন পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, সংস্থাটি এর একটি মিনি ভার্সন খুব শিগগিরই বাজারে আনবে।
আর গতকালই (২৯ মার্চ) রিয়েলমির ফিলিপিন্স শাখার তরফে রিয়েলমি প্যাড মিনি-এর লঞ্চের জন্য একটি টিজার প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, এর সাথেই ফিলিপিন্সের এক ওয়েবসাইট এই আপকামিং ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। তাহলে আসুন আসন্ন রিয়েলমি প্যাড মিনি সম্পর্কে কি কি নতুন তথ্য প্রকাশ্যে এল, তা জেনে নেওয়া যাক।
হাংরি গিক্স – এর রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি প্যাড মিনি ট্যাবলেটটিতে ৮.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ১,৩৪০ x ৮০০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। এই ট্যাবলেটটি ইউনিসক টি৬১৬ চিপসেট দ্বারা চালিত হতে পারে। এছাড়াও, রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ডিভাইসটি ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ হবে। আবার রিয়েলমি প্যাড মিনি- তে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট অবধি স্টোরেজ বাড়ানোও সম্ভব হবে। উভয় মডেলই কানেক্টিভিটির জন্য, এলটিই সাপোর্ট সহ আসবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি প্যাড মিনি ট্যাবে একটি ৬,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে এখনো পর্যন্ত এই ট্যাবলেটের ক্যামেরা সেটআপ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে জানা গেছে রিয়েলমির এই আসন্ন ট্যাবটি ৮ মিলিমিটারের থেকেও স্লিম হবে এবং এর ওজন ৩৭২ গ্রামের কাছাকাছি হতে পারে। এছাড়া এই ডিভাইসটির বডিটি অ্যালুমিনিয়াম দ্বারা নির্মিত হবে এবং এটি গ্রে এবং ব্লু কালার অপশনে আসবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ট্যাবলেটটির দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থা, তবে জল্পনা চলছে যে আগামী ৪ এপ্রিল রিয়েলমি প্যাড মিনি- এর ওপর থেকে পর্দা সরানো হতে পারে।
উল্লেখ্য, গত বছর লঞ্চ হওয়া রিয়েলমি প্যাড একটি ১০.৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে সহ এসেছিল, যা ১,২০০x২,০০০ পিক্সেল রেজোলিউশন অফার করে। এতে মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট, ৩ জিবি / ৪ জিবি / ৬ জিবি র্যাম এবং ৩২ জিবি / ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যায়। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য,রিয়েলমি প্যাড ৭,১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ এসেছে৷ ট্যাবলেটের সামনের এবং পিছনের ৮ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।