Realme Q3s: ভালো দামে চমকপ্রদ ফিচারে রিয়েলমি কিউ৩এস

রিয়েলমি কিউ৩এস Realme Q3s

রিয়েলমি কিউ৩এস: চমকপ্রদ ফিচারে Realme Q3s, দেখে নিন বাংলাদেশে দাম

রিয়েলমি কোম্পানি এবার দুর্দান্ত ফিচারে নতুন স্মার্টফোন নিয়ে আসছে এবং ফোনটি হলো রিয়েলমি কিউ ৩ এস। এর সাথে দেওয়া হয়েছে অসাধারণ ফিচার এবং মূল্য দেওয়া হয়েছে হাতের নাগালে।

Realme Q3s ফোনটি চালিত হবে Qualcomm Snapdragon 778G প্রসেসরের সাহায্যে। Realme Q3s ফোনে ভ্যারিয়্যাবল রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকছে 144Hz পর্যন্ত। সেই সঙ্গেই রয়েছে শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি।

যার ফলে তুলনামূলক কম মূল্যে অনেক ভাল ফোন পেয়ে যাচ্ছেন এখানে। চলতি মাসেই লঞ্চ করতে চলেছে Realme Q3s। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন। রিয়েলমি কিউ৩এস Realme Q3s
Realme Q3s এর ডিসপ্লেঃ
রিয়েলমি কিউ৩এস মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৬ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪১২ পিক্সেল। Realme Q3s এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪০১। এছাড়া এই ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১৪৪ হার্জ।

রিয়েলমি কিউ৩এস এর বডিঃ

Realme Q3s মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে এবং সিমগুলো হবে ন্যানো সিম। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৪.৪X৭৫.৮X৮.৫ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৯৯ গ্রাম।

রিয়েলমি কিউ৩এস এর হার্ডওয়্যার:

রিয়েলমি কিউ ৩ এস ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ ৫জি অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৪২ এল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৬/৮ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.১, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। Realme Q3s মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জ ক্যাপাসিটি। হার্ডওয়্যার সেকশনটি এখানে দুর্দান্ত দেওয়া হয়েছে রিয়েলমি কিউ৩এস ফোনটিতে। অনেকের কাছে খুব ভাল লাগবে।

Realme Q3s এর ক্যামেরাঃ

রিয়েলমি কিউ৩এস তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট, পি ডি এ এফ, ই আই এস এবং এ আই ক্যামেরা এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। মূল্য অনুযায়ী ক্যামেরা সেকশনটি বেশ ভাল দেওয়া হয়েছে এখানে।

রিয়েলমি কিউ৩এস মূল্যঃ

রিয়েলমি কিউ৩এস মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২১,৪৯৬ টাকা।

Realme 8i: কম দামে ভালো ক্যামেরা আর দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন রিয়েলমি ৮আই