বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক: আগামীকাল বুধবার চীনের বাজারে কিউ৫ সিরিজের তিন মডেলের ফোন লঞ্চ করছে রিয়েলমি। মডেলগুলো হলো, রিয়েলমি কিউ৫, রিয়েলমি কিউ৫ আই এবং রিয়েলমি কিউ৫ প্রো। ফোন তিনটি খুব শিগগিরই দেশের বাজারে আসবে বলে জানিয়েছে চীনা প্রতিষ্ঠানটি।
এর আগেই অবশ্য কিউ৫ লাইনআপের স্পেসিফিকেশনগুলি একে একে প্রকাশ করতে শুরু করেছে রিয়েলমি।
রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়েলমি কিউ৫ প্রো হ্যান্ডসেটে থাকা প্রসেসরের নাম। একটি টিজার পোস্টার প্রকাশ করে রিয়েলমি ঘোষণা করেছে, স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে আসবে রিয়েলমি কিউ৫ প্রো।
রিয়েলমি কিউ৫ প্রো ৬.৬২ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিতিতে নিরাপত্তাকে আরও মজবুত হবে।
রিয়েলমি কিউ৫ প্রো একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) রিয়ার ক্যামেরার সাথে আসতে পারে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য ৫ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার হতে পারে।
উল্লেখ্য, রিয়েলমি কিউ৫ এবং রিয়েলমি কিউ৫আই যথাক্রমে স্ন্যাপড্রাগন ৬৯৫ এবং ডিমেন্সিটি ৮১০চিপসেট পাবে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।