দুর্ধর্ষ ফিচার নিয়ে দুইটি ফোন বাজারে আনালো রিয়েলমি, রইল দাম ও স্পেসিফিকেশন

Realme V50

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : খুব তাড়াতাড়ি রিয়েলমি তাদের হোম মার্কেট চীনে ভি সিরিজের ফোন লঞ্চ করতে পারে। এই সিরিজে কোম্পানি Realme V50 এবং Realme V50s এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি।

Realme V50

তবে তাঁর আগেই চীনের টেলিকম সাইটে এই ফোন দেখা গেছে। এখান থেকে ফোনদুটির দাম, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

Realme V50 এবং Realme V50s এর ডিজাইন (চায়না টেলিকম) : ইমেজ স্লাইডে দেখা যাচ্ছে Realme V50 এবং Realme V50s ফোনে প্রায় একইরকম ডিজাইন হবে।

ফোনদুটির ফ্রন্ট প্যানেলে বক্সি ডিজাইন এবং রাউন্ডেড কর্নার দেখা গেছে। ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম এবং পাওয়ার বাটন থাকবে এবং বাঁদিকে সিম ট্রে দেওয়া হবে।

উভয় ফোনের ব্যাক প্যানেলে সার্কুলার রেয়ার ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনের ব্যাক প্যানেলে সুন্দর ইউনিক ডিজাইন ও মাল্টি কালার দেখা গেছে এবং নিচের দিকে রিয়েলমির ব্র্যান্ডিং থাকবে। Realme V50 এবং Realme V50s এর নিচের প্যানেলে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট এবং হেডফোন জ্যাক দেওয়া হবে।

Realme V50 এবং Realme V50s এর দাম (চায়না টেলিকম) : লিস্টিং অনুযায়ী উভয় ফোন তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।

ফোনের 4GB RAM + 128GB এর দাম ¥1199 অর্থাৎ প্রায় 14,000 টাকা হতে পারে। ফোনের 6GB RAM + 128GB এর দাম ¥1399 অর্থাৎ প্রায় 16,000 টাকা রাখা হতে পারে।

8GB RAM + 256GB স্টোরেজ মডেল ¥1799 অর্থাৎ প্রায় 20,000 টাকা দামে পেশ করা হতে পারে। উভয় ফোন মিডনাইট ব্ল্যাক, পার্পল ডন সহ তিনটি কালারে সেল করা হতে পারে।

Realme V50 এবং Realme V50s এর স্পেসিফিকেশন (চায়না টেলিকম) : ডিসপ্লে: লিস্টিং অনুযায়ী উভয় ফোনে 6.72 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করতে পারে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এতে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরা: এই দুটি ফোনেই 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

বিবাহিত মহিলাদের ৭টি কষ্টের কথা

ব্যাটারি: Realme V50 এবং Realme V50s ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। তবে ফাস্ট চার্জিং ক্যাপাসিটি সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ওএস: এই ফোনদুটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই এর সঙ্গে পেশ করা হতে পারে। ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 165.55 x 75.98 x 7.94mm এবং ওজন 187.65 গ্রাম হবে বলে জানা গেছে।