বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি বাডস এয়ার ৭ লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। একবার পুরো চার্জ দিলে প্রায় ১৩ ঘণ্টা চালু থাকবে রিয়েলমির এই ইয়ারবাডস। আর চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ৫২ ঘণ্টা চার্জ থাকবে। রিয়েলমি বাডস এয়ার ৭ একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ইয়ারবাডস। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারফোনে। অর্থাৎ একসঙ্গে এই ইয়ারবাডস, দুটো ডিভাইস সংযুক্ত করা যাবে, ৫২ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার কাজ করবে। ১২.৪ মিলিমিটারের ব্রাস ড্রাইভার রয়েছে এই ইয়ারফোনে।
রিয়েলমি বাডস এয়ার ৭ – এই ইয়ারফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে
ভারতে রিয়েলমি বাডস এয়ার ৭ – এই ইয়ারবাডসের দাম ৩২৯৯ টাকা। ছাড় যুক্ত হলে এই ইয়ারবাডসের দাম ২৭৯৯ টাকা হতে পারে। ২৪ মার্চ দুপুর ১২টা থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে এই ইয়ারফোন কেনা যাবে। আইভরি গোল্ড, ল্যাভেন্ডার পার্পল এবং মস গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি বাডস এয়ার ৭, এই ইয়ারবাডসটি।
রিয়েলমি বাডস এয়ার ৭ – এই ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
১২.৪ মিলিমিটারের ডায়নামিক ডিপ ব্রাস ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে হাই রেজোলিউশনের অডিও সার্টিফিকেশন সাপোর্ট।
রিয়েলমির এই ইয়ারবাডসে ৫২ ডেসিবেল পর্যন্ত কাজ করবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ৬টি মাইক যুক্ত সিস্টেম রয়েছে এই ইয়ারবাডসে যেখানে কল নয়েজ রিডাকশন ফিচার কাজ করবে।
ব্লুটুথ ৫.৪ সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রিয়েলমির এই ইয়ারবাডসে রয়েছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি। এর পাশাপাশি সুইফট পেয়ার এবং গুগল ফাস্ট পেয়ারিং সাপোর্টও পাবেন ইউজাররা।
ধুলো এবং জলে রিয়েলমি বাডস এয়ার ৭ সহজে নষ্ট হবে না। কারণ এই ইয়ারবাডস একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস।
রিয়েলমির এই ইয়ারবাডসে মাত্র ১০ মিনিট চার্জ দিলে তা প্রায় ১০ ঘণ্টা চালু থাকার মতো চার্জ হয়ে যাবে। চার্জিং কেস ছাড়া এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১৩ ঘণ্টা, যদি ফুল চার্জ থাকে তাহলে। ইয়ারবাডস দুটোর এক একটি ৬২ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর চার্জিং কেসে রয়েছে ৪৮০ এমএএইচ ব্যাটারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।