বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আজকালকার দিনে প্রায় সবাই-ই স্মার্টফোনের মাধ্যমে ফটোগ্রাফির নেশায় বুঁদ হয়ে আছেন। কিন্তু শুধু ইচ্ছে থাকলেই তো হয়না, কোনো মুহূর্ত স্মৃতি বন্দি করে রাখার জন্য তথা ভালো ফটো তোলার জন্য দরকার ভালো ক্যামেরার ফোনও। সেক্ষেত্রে আপনি যদি এখন একটি ফোন কিনে ব্যাক এবং ফ্রন্ট – দুই ক্যামেরাতেই সেরা সেরা ছবি তুলতে চান, তাও আবার খুব কম টাকায়, তাহলে বেছে নিন Infinix Zero 30 5G। এই ফোনটি Flipkart-এর মাধ্যমে 20 হাজার টাকা বাজেটে কেনা যাবে, বদলে পাবেন 108MP ক্যামেরা 50MP সেলফি ক্যামেরা, বিশাল স্টোরেজ, ফাস্ট চার্জিং সাপোর্ট ইত্যাদি ফিচার।
আসলে অনলাইন শপিং প্ল্যাটফর্মটিতে বর্তমানে ‘Flipkart Big Saving Days’ সেল চলছে, আর সেটিতেই Infinix Zero 30 5G ফোনটি বিশাল ছাড়ে মিলছে। তবে অফার উপলব্ধ থাকবে আগামীকাল অর্থাৎ 7 এপ্রিল পর্যন্ত। আসুন, দেখে নিই Infinix Zero 30 5G-তে কী অফার পাওয়া যাচ্ছে এবং এতে ঠিক কী ফিচার আছে।
Infinix Zero 30 5G পাবেন এই ছাড়
ইনফিনিক্স জিরো 30 5জি স্মার্টফোনের 12 জিবি ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম এমনিতে 29,999 টাকা, তবে ফ্লিপকার্টে এখন এটি 22,999 টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে পেমেন্টের সময় নির্বাচিত ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক (Flipkart Axis Bank কার্ডে) থেকে শুরু করে 2,000 টাকা পর্যন্ত (SBI, ICICI ইত্যাদি ব্যাঙ্কের কার্ডে) ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
আবার, এই হ্যান্ডসেট কেনার সময় পুরোনো কোনো স্মার্টফোন বদলে নিলে পাবেন 21,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার (শর্তাবলি প্রযোজ্য)। এছাড়া থাকবে নূন্যতম 809 টাকার মাসিক ইএমআই স্কিমও।
Infinix Zero 30 5G-এর স্পেসিফিকেশন
ইনফিনিক্স জিরো 30 5জি ফোনে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশনের সাথে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.78 ইঞ্চি ফুল-এইচডি+ 3ডি কার্ভড 10 বিট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 প্রসেসর, যার সাথে 12 জিবি পর্যন্ত র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 3.1 স্টোরেজের বিকল্প মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি অফার করে। আবার ফটোগ্রাফির জন্য এটিতে রয়েছে 108 মেগাপিক্সেল ওআইএস (OIS) প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো ফিচার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।