‘রিবিল্ডিং দ্য নেশন’ শিরোনামে নগরবাউল জেমসের উন্মুক্ত কনসার্ট, থাকছে অন্যরাও

উন্মুক্ত কনসার্ট

বিনোদন ডেস্ক : ‘রিবিল্ডিং দ্য নেশন’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই মাসের অভ্যুত্থান চেতনাকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে এক উন্মুক্ত কনসার্ট। এই কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমস

উন্মুক্ত কনসার্ট

এই ওপেন এয়ার কনসার্টটি অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি, শনিবার, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পুরোনো বাণিজ্য মেলা মাঠে।

কনসার্টে আরও গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড গ্রুপগুলো—চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, এবং সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ আরও অনেকে।

রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট’ এর বিস্তারিত তথ্য জানাতে বুধবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, “এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্টের ভেন্যুতে কয়েক লাখ মানুষ একত্রে নিরাপদে গান উপভোগ করতে পারবেন। তাদের সামনে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করবে। আমরা কনসার্টের লাইনআপ সাজিয়েছি দেশের অগ্রগামী শিল্পীদের নিয়ে, যারা আন্দোলনের সময়ে নিজেদের ক্যারিয়ার সত্ত্বেও আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।”

জনবল নিয়োগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ৫০ বছরেও আবেদন

এই কনসার্টের মূল উদ্দেশ্য হলো দেশবাসীকে আবার একত্র করা। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে, এবং আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।