মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের বেসরকারি কিন্ডার গার্ডেন জেনিথ স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এ্যাডভোকেট মিজানুর রহমান।
অনুষ্ঠানে মানিকগঞ্জ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন কর্তৃক অনুষ্ঠিত এক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে বিদ্যালয়টির প্লে থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মেডেল প্রদান করা হয়।
এ সময় মানিকগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. জিয়াউদ্দিন, সাংবাদিক অভি হাসান দেওয়ান, সাইফুল ইসলাম ও সাহিদুজ্জামান সাহিদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


