জুমবাংলা ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক পদে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের ঈদের আগে প্রাথমিক সুপারিশ করা হতে পারে। গত রোববার এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, কবে নাগাদ পঞ্চম গণ বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে সেটা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে। ভুল পদে যারা চাহিদা দিয়েছেন তাদেরও যাচাই-বাছাই চলছে। কাজ চলমান।
এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।
এবার প্রায় ৯৭ হাজার এমপিওভুক্ত শিক্ষক পদে আবেদন করেছেন ২৩ হাজার ৯৩২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


