রেকর্ড ১.৬৬ ট্রিলিয়ন ডলারের সরকারি তহবিল বিলে স্বাক্ষর বাইডেনের

তহবিল বিলে স্বাক্ষর বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার একটি বিলে স্বাক্ষর করেছেন, যা ২০২৩ অর্থবছরের জন্য দেশটির সরকারকে অর্থায়ন করবে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, এই বিলে ১.৬৬ ট্রিলিয়ন ডলারের ( ১লাখ ৬৬ হজার কোটি ডলার) তহবিল ঘোষণা করা হয়েছে।

তহবিল বিলে স্বাক্ষর বাইডেনের

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন এই বিলে স্বাক্ষর করার ফলে আগামী আর্থিক বছরে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করা নিশ্চিত হলো। এই বিলের মধ্যে রেকর্ড সামরিক ব্যয়ের কথা আছে। ইউক্রেন ও ন্যাটো দেশগুলোকে সাহায্য করার জন্য অর্থ বরাদ্দ আছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলা হয়েছে, চার হাজার পাতার বিলে বিকলাঙ্গ শীক্ষার্থীদের অতিরিক্ত আর্থিক সাহায্য দেয়ার কথা বলা হয়েছে, কর্মীদের প্রশিক্ষণের জন্য আরো অর্থ বরাদ্দ করা হয়েছে, গার্হস্থ সহিংসতার শিকার, অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ এবং পরিবারের জন্য বাড়ি তৈরির অর্থও আছে।

বাইডেন এখন ভার্জিন আইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে তিনি টুইট করে বলেছেন, ২০২৩ সালে-এ আরো কিছু দেয়ার অপেক্ষায় আছি।’

বিলটি ডেমোক্র্য়াটদের সংখ্যাগরিষ্ঠতা থাকা কংগ্রেসর প্রতিনিধি পরিষদে ২২৫-২০১ ভোটে এবং রিপাবলিকানের সংখ্যাগরিষ্ঠতা থাকা সেনেটে ৬৮-২৯ ভোটে পাস হয়েছে। দুই দলই বিলটিকে সমর্থন করেছে।

তবে রিপাবলিকাননেতা কেভিন ম্যাকার্থি বলেছেন, বিলে খুব বেশি অর্থ খরচ করার কথা বলা হয়েছে। আর বেআইনি অভিবাসীদের রুখতে কোনো ব্যবস্তার কথা বলা হয়নি। আগামী ৩ জানুয়ারি কংগ্রেসের অধিবেশন চালু হলে ম্যাকার্থিরই স্পিকার হওয়ার কথা।

মাটি কাটতেই মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ, এলাকাজুড়ে চাঞ্চল্য

এদিকে বিলটিতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের পাশাপাশি কয়েকেটি আইনপরিবর্তনের কথাও বলা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো উনিশ শতকের ইলেকটোরাল কাউন্ট অ্যাক্টের পরিবর্তন। ক্যাপিটল হিলের ঘটনা, ট্রাম্পের আচরণের পর এই পরিবর্তন জরুরি বলে মনে করছে ডেমোক্র্যাটেরা।