বিনোদন ডেস্ক : পুরো বিশ্বে সারা ফেলে একই সঙ্গে একইদিনে বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হয়ে মুক্তি দেয়া হয় দু’টি বিগ বাজেট হলিউড সিনেমা ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’। দুটি সিনেমাই দর্শক চাহিদার মূল আকর্ষণে থাকা সত্ত্বেও কেউই তার মুক্তির দিন পেছায়নি। তাই সিনেমা প্রেমীদেরও নজর ছিল কোন সিনেমা দর্শক চাহিদা পূরণ করে আয়ের লড়াইয়ে জিতবে।
আর সে উত্তর পাওয়া গেল মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসে। এ বিষয় নিয়ে তর্কের অবসান হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন’র এক প্রতিবেদন অনুযায়ী গ্রেটা গারউইগের ‘বার্বি’ সিনেমা ওয়ার্নার ব্রাদার্সের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে নাম লেখাতে যাচ্ছে।
ওয়ার্নার ব্রাদার্স অনুমান করেছে, ‘বার্বি’র টানা ষষ্ঠ সপ্তাহে ১৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় হতে পারে। যা এই প্রতিষ্ঠানের সব সিনেমার মধ্যে আয়ের দিক থেকে সর্বোচ্চ। এর পাশাপাশি ২০২৩ সালের এখনও পর্যন্ত সব থেকে বেশি আয় করা ছবির তকমাও ‘বার্বি’র দখলে।
এদিকে একইসঙ্গে মুক্তি পাওয়া পারমাণবিক বোমার জনক হিসেবে খ্যাত জে. রবার্ট ওপেনহাইমারের জীবনী ফুটিয়ে তোলা ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’র এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় ৭৭৭ মিলিয়ন ডলার এ পৌঁছেছে। ধারনা করা হচ্ছে যা অদূর ভবিষ্যতে ৮০০ মিলিয়ন ডলারে গিয়ে থেমে যেতে পারে।
শাড়ি ছেঁড়ে ব্রা আর প্যান্ট পরে সামনে এসেছে নায়িকা, স্টাইল দেখে মুগ্ধ ভক্তরা
গ্রেটা গারউইগ এর পরিচালনায় এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মারগট রবি এবং রায়ান গসলিং। এবং ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ সিনেমায় নাম ভূমিকায় দেখা গেছে সিলিয়ান মারফিকে। গত ২১ জুলাই একসঙ্গে বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমা দুটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।