যে রেকর্ড শুধুমাত্র হাওয়া’র দখলে

হাওয়া সিনেমা

বিনোদন ডেস্ক : ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতায় আজ থেকে চলছে মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমা। এই হলে আজ সিনেমাটির ৩টি শো হাউজফুল হয়েছে।
হাওয়া সিনেমা
মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মধুমিতা হলের জন্য এটি রেকর্ড। হাওয়া সত্যিই বাজিমাত করল। গত ৫-৬ বছরে মধুমিতা হলে এমন রেকর্ড আর কোনো সিনেমা করেনি। মুক্তির প্রথম দিন হাওয়া যা করে দেখাল, এই ধারা অব্যাহত থাকুক।’

‘এভাবে যদি দর্শক হলমুখী হন তাহলে বাংলাদেশের সিনেমার দৃশ্য বদলে যাবে। প্রযোজকরা নতুন করে ভাববেন। দর্শকরা ভালো গল্পের সিনেমা চান। আর হাওয়া সিনেমায় ভালো গল্প আছে বলেই তারা এত বেশি বেশি আসছেন,’ যোগ করেন তিনি।

বাংলাদেশি ভক্তের ভালোবাসায় মুগ্ধ ‘কেজিএফ’ তারকা যশ