জুমবাংলা ডেস্ক : টানা বৃদ্ধির পর দেশের বাজারে কিছুটা কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে কমেছে সর্বোচ্চ ৮শ’ ৪১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির নির্ধারিত দর অনুযায়ী ২২ ক্যারেট অর্থাৎ ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭শ’ ৯৮ টাকা।
শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। আজ দুপুর পর্যন্ত ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা।
তিন দফায় ৪ হাজার ৫৬০ টাকা বাড়ানোর পর এখন প্রতি ভরিতে কমানো হয়েছে মাত্র ৮৪১ টাকা। কমানোর পর ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা।
এছাড়া ২১ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৩শ’ ৯৭ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ১শ’ ৯৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির স্বর্ণের নাম এখন ৭৮ হাজার ২শ’ ৪২ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কিছুটা কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে ৬, ৮ ও ১৮ এপ্রিল স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। এর মধ্যে ৬ এপ্রিল বেড়েছিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল বেড়েছিল ২ হাজার ৬৫ টাকা।
এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।