আন্তর্জাতিক ডেস্ক : ডলারের দাম কমে আসায় আন্তর্জাতিক বাজারে বেড়ে চলেছে সোনার দাম। গতকাল সোমবার মূল্যবান এ ধাতুর দাম বেড়ে আট মাসে সর্বোচ্চ হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ঘোষণা দিয়েছে এবার সুদের হার শ্লথগতিতে বাড়ানো হবে। এতে ডলারের তেজিভাবে কিছুটা শীতল হয়েছে। সে কারণেই বিনিয়োগকারীরা ঝুঁকছেন সোনার দিকে। এ ছাড়া চীনের সীমান্ত খুলে দেওয়ার কারণেও সোনার দাম ঊর্ধ্বমুখী। কারণ হলুদ ধাতুর সবচেয়ে বড় ভোক্তা দেশ চীন।
গতকাল স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয় এক হাজার ৮৭৩ ডলার, যা ২০২২ সালের ৯ মের পর থেকে সর্বোচ্চ দাম। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে হয়েছে প্রতি আউন্স এক হাজার ৮৭৭.৪০ ডলার। ইউবিএসের বিশ্লেষক গিওভানি স্টোনোভো বলেন, ‘সোনার দাম বাড়ার মূল কারণ ডলার দুর্বল হওয়া। বিনিয়োগকারীরাও ধীরে ধীরে ইটিএফে তাঁদের বিনিয়োগ বাড়াচ্ছেন, যা সোনার বাজারের জন্য ইতিবাচক।’
মূলত গত বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েক দফায় সুদের হার বাড়ানোর ফলে ডলার শক্তিশালী হতে থাকে। এতে বিনিয়োগকারীরা বন্ডমুখী হওয়ায় সোনার দাম কমে যায়। কিন্তু সবশেষ বৈঠকে ফেডারেল রিজার্ভের সব কর্মকর্তা একমত হয়েছেন যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় সুদের হার এখন ধীরে বাড়াতে হবে। যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব না পড়ে।
সূত্র : রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।