রেকর্ড গড়ে সৌম্যের পাশে নাম লিখলেন রোহিত

সৌম্যের ও রোহিত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিক রেকর্ডের মালিক রোহিত শর্মা। সর্বোচ্চ সেঞ্চুরির পাশাপাশি সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও তার দলে। তবে এবার তিনি যে রেকর্ড গড়ে টাইগার ব্যাটার সৌম্য সরকারের পাশে নাম লেখালেন সেটা কীর্তির নয় বরং লজ্জার।

সৌম্যের ও রোহিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার (০৪ অক্টোবর) ৪৯ রানে হারের ম্যাচে ২ বল মোকাবিলায় শূন্য রানে মাঠ ছাড়েন রোহিত। আর তাতে ভারতের এ ব্যাটার গড়েন এক লজ্জার রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে নাম লেখান রোহিত।

এমন লজ্জার রেকর্ড অবশ্য বাংলাদেশ ব্যাটার সৌম্য গত বছরই গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ১০ বার শূন্য রানে আউট হওয়ার তালিকায় সৌম্য রোহিত ছাড়াও আছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটার তিলাকরত্নে দিলশান, পাকিস্তানের সাবেক ব্যাটার উমর আকমল ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

সর্বোচ্চ ১২ বার শূন্য রানে আউট হয়ে তালিকার শীর্ষে আছেন আয়ার‌ল্যান্ডের কেভিন ও’ব্রাইন। এ আইরিশ ব্যাটার অবসর নেয়ায় লজ্জার রেকর্ডটি এখন এককভাবে দখলে নেয়ার সুযোগ থাকছে সৌম্য, রোহিত ও স্টার্লিংয়ের সামনে।

লজ্জার রেকর্ডে সৌম্য যদিও রোহিতের সঙ্গী তবে টি-টোয়েন্টির অন্য অনেক পরিসংখ্যানে ভারত অধিনায়কের ধারেকাছেও নেই বাংলাদেশ ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় সবার শীর্ষে রোহিত। ১৩৪ ইনিংসে ৩১.৯৪ গড়ে তার রান সংখ্যা ৩৭৩৭ রান। এ সংস্করণে ৪টি সেঞ্চুরি হাঁকিয়ে তিনিই সর্বোচ্চ শতকের মালিক। আবার সর্বোচ্চ চার ও ছক্কা হাঁকানোর রেকর্ডেও তিনিই প্রথম। টি-টোয়েন্টিতে তার চারের সংখ্যা ৩৩৭টি আর ছয়ের সংখ্যা ১৭৮টি।

২৫ বছর বয়সেই ২২ সন্তানের মা

অন্যদিকে ফর্ম হারিয়ে দলের বাইরে থাকা সৌম্য ৬৬ ইনিংসে মাত্র ১৮.০৩ গড়ে করেছেন ১১৩৬ রান। টি-টোয়েন্টিতে ৫টি অর্ধশতকের দেখা পেলেও কোনো সেঞ্চুরি করতে পারেননি সৌম্য। ১১৩ চারের বিপরীতে তার ছক্কার সংখ্যা ৪৩টি। ক্যারিয়ারের ছয় বছর না কাটতেই ফর্ম হারানো সৌম্য অদূর ভবিষ্যতেও রোহিতের ধারেকাছে যেতে পারেন কিনা সেটা নিয়ে রয়েছে যথেষ্ঠ সংশয়।