রেকর্ড গড়ে গিনেজবুকের স্বীকৃতি পেল নেইমারের ক্লাব

naymar

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে নেইমারকে ছাড়াই মাঠে আধিপত্য দেখিয়েছে আল হিলাল। টানা ৩৪ ম্যাচে অপরাজিত থেকে গিনেসবুকে নাম লেখায় সৌদি আরবের ক্লাবটি। যার সাক্ষী হয়েছেন নেইমারও।

naymar

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত টানা ৩৪ ম্যাচ জেতে নেইমারের ক্লাব আল হিলাল। আর তাতেই পুরুষদের ক্লাব ফুটবলে টানা ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড গড়ে সৌদি আরবের ক্লাবটি। দীর্ঘ সময় টানা ম্যাচ জেতায় হিলালের নাম উঠেছে গিনেসবইতেও।

বৃহস্পতিবার (৩০ মে) রিয়াদের কিংডম অ্যারেনায় আয়োজনের মাধ্যমে এ কৃতিত্ব উদযাপন করে আল হিলাল। এ আয়োজনে ক্লাবটির কাছে আনুষ্ঠানিক সার্টিফিকেট হস্তান্তর করেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল অ্যাডজুডিকেটর কানজি ডেফ্রয়ি।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবটির প্রেসিডেন্ট ফাহাদ বিন সাদ বিন নাফেল এবং প্রধান কোচ জর্জ হেসুস। সেই অনুষ্ঠানে ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগের ট্রফিও তুলে দেয়া হয় ক্লাবটিকে।

দিন দিন মোটা হয়ে যাচ্ছেন? জেনে নিন আপনার করণীয়

গত মাসে সৌদি সুপার লিগ জিতেছে আল হিলাল। ৬৬ বছরের ক্লাব ইতিহাসে এটাই সেরা মৌসুম বলে আখ্যায়িত করেছেন ক্লাবটির কোচ হেসুস। শুক্রবার (৩১ মে) ট্রেবল জয়ের সুযোগ আছে তাদের কাছে। কিংস কাপে রোনালদোর ক্লাব আল নাসরের মুখোমুখি হবে তারা।