স্পোর্টস ডেস্ক : ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাট করছেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়। এরই মধ্যে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেলেছেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে দেশ ও দেশের বাইরে এতোদিন বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৭৭ রানের, যা এসেছিল মমিনুল হকের ব্যাট থেকে। এবার মমিনুলকে ছাড়িয়ে গেলেন জয়।
প্রতিবেদন লেখার সময় ৫ উইকেটে ১৮৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে টাইগাররা। মাহমুদুল হাসান জয় ২৩০ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৮০ রানে অপরাজিত আছেন। লিটন দাস খেলছেন ৪১ রানে। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো ১৮৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে আছে ৫টি উইকেট।
এর আগে, ৪ উইকেটে ৯৮ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাইট ওয়াচম্যান তাসকিন আহমেদ (১) ফিরে যান দিনের শুরুতেই। এরপরই দলের হাল ধরেন জয় ও লিটন। দুজনে এরই মধ্যে গড়ে ফেলেছেন ৮২ রানের জুটি।
টেস্টের প্রথম দিন টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। টেম্বা বাভুমার ৯৩, অধিনায়ক ডিন এলগারের ৬৭, সারেল অ্যারভির ৪১ ও সিমন হার্মারের অপরাজিত ৩৮ রানে কল্যাণে ৩৬৭ রানের স্কোর পায় স্বাগতিকরা। বাংলাদেশের খালেদ আহমেদ ৪টি ও মেহেদী হাসান মিরাজ ৩টি উইকেট নিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।