আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার রেকর্ড। গত এক সপ্তাহে দেশটির ৩৭ টি শহরের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। তবে, আজ দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।
বুধবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, দিল্লি রাজ্যে ‘ভয়াবহ তাপদাহ’ চলছে। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল এবং কেন্দ্রীয় অঞ্চলে চলমান তাপদাহের কারণে তাপমাত্রা ৫০ ডিগ্রির উপরে উঠেছে। আগামী কয়েকদিন দিল্লির তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নয়াদিল্লির শহরতলীর মুঙ্গেশপুর এলাকায় বুধবার বেলা আড়াইটার দিকে সর্বোচ্চ তাপমাত্রার এই রেকর্ড হয়, যা রাজস্থানের মরুভূমির আগের রেকর্ড তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি বেশি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পশ্চিমের রাজ্য রাজস্থান এবং হরিয়ানাতেও ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে, গতকাল মঙ্গলবার রাজস্থানের জয়পুরে হিট স্ট্রোকে তিনজনের মৃত্যু হয়েছে।
ভারতে সাধারণত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে গ্রীষ্মকাল, এসময়টাতে সাধারণত গরম এবং বাতাস আর্দ্র থাকে। তবে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বছর গ্রীষ্মকাল দীর্ঘতর হবে এবং আরও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। জুন মাসে আরও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া বিভাগ ভঙ্গুর স্বাস্থ্যের মানুষদের সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষত সদ্যজাত শিশু, বয়স্ক মানুষ ও যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন। সংস্থাটি তাপের সংস্পর্শ ও পানিশুন্যতা এড়ানোর পরামর্শ দিয়েছে।
বিশেষজ্ঞরা বাসিন্দাদের প্রচুর পানি পান করার পরামর্শ দিয়েছেন। এমন কী, তৃষ্ণা অনুভব না করলেও পানি পান চালিয়ে যেতে বলেছেন তারা। এ ছাড়া প্রচুর পরিমাণে খাওয়ার স্যালাইন ও ঘরে বানানো পানীয় (চালের পানি “তোরানি”, লেবুর শরবত, মাঠা ও লাচ্ছি) পান করে পানিশুন্যতা এড়াতে বলেছে আইএমডি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।