আন্তর্জাতিক ডেস্ক : সি ফুড (সামুদ্রিক খাবার) উৎপাদন ও রফতানিতে রেকর্ড গড়েছে ভারত। দেশটিতে ২০২২-২৩ অর্থবছরে সি ফুড রফতানি ৬৩ হাজার ৯৬৯ কোটি রুপিতে পৌঁছেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে ভারত ৬৩ হাজার ৯৬৯ কোটি রুপির সামুদ্রিক খাবার রফতানি করেছে। এর পরিমাণ ছিল ১৭ লাখ টন। এটি ২০২১-২২ অর্থবছরের তুলনায় রফতানির দিক দিয়ে ২৬.৭৩ শতাংশ এবং মূল্যের দিক দিয়ে ৪.৩১ শতাংশ বেশি।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হিমায়িত চিংড়ি পরিমাণ এবং মূল্য উভয় ক্ষেত্রেই প্রধান রফতানি পণ্য ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন ভারতের সামুদ্রিক খাবারের প্রধান আমদানিকারক হয়ে উঠেছে।
এক বছরে হিমায়িত চিংড়ি রফতানি করে ভারত আয় করেছে ৪৩ হাজার ১৩৫ কোটি রুপি। এছাড়াও রফতানি হওয়া উল্লেখযোগ্য সামুদ্রিক খাবারের মধ্যে রয়েছে হিমায়িত মাছ।
মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন হলো ভারতীয় সামুদ্রিক খাবারের মূল বাজার। দক্ষিণ পূর্ব এশিয়ার চতুর্থ বৃহত্তম বাজার এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।