জুমবাংলা ডেস্ক : আগামী ১ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবে। এটি আগের বছরের তুলনায় প্রতি আসনের বিপরীতে ৫ জন বেশি এবং ইতিহাসে সর্বোচ্চ।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে। এটি এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক আবেদন। এর বিপরীতে সরকারি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা ৪ হাজার ৩৫০টি। সে হিসেবে প্রতি আসনে ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। গত বছর এই সংখ্যা ছিল প্রতি আসনের বিপরীতে ২৮ জন।
চলতি বছর সারা ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। ১৫ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও ১৬ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি’র টাকা জমা নেওয়া হয়।
শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত
গত ২৫ জানুয়ারি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন জানান, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এছাড়া ডেন্টাল কলেজে পরীক্ষা আগামী ২২ এপ্রিল এবং বিএসএমএমইউতে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।
স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখা) পরিচালক অধ্যাপক ডা. আহসান হাবিব জানান, ১ এপ্রিল অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাকে সামনে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে।
শিক্ষায় খেলাধূলাকে বাধ্যতামূলক করার ওপর শিক্ষামন্ত্রীর গুরুত্বারোপ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।