আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পেঁয়াজের দাম পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সেই সঙ্গে আলু, টমেটোর দাম অনেকটাই বেড়েছে। এছাড়া বেড়েছে সোনা ও রুপার দাম। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
দেশটির সবচেয়ে বড় পেঁয়াজের বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওতে ৪ নভেম্বর পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৪৭.৭০ রুপিতে। যা ৭ নভেম্বর বেড়ে দাড়ায় ৫৭.৭০ রুপিতে। দাম এখনও সেই পর্যায়েই আছে। একই চিত্র দেখা গিয়েছে আলু ও টোমেটোর ক্ষেত্রেও।
এদিকে এই পাঁচ পণ্যের মূল্যবৃদ্ধির জেরেই দেশটির মূল্যস্ফীতির সূচক ঊর্ধ্বমুখী। অক্টোবরে ভারতের খুচরা মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক দুই এক ভাগ, এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক আট সাত ভাগ।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহে মাত্র চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ২১ শতাংশ বেড়েছে। খুচরা বাজারে গড়ে ৬০ রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, অক্টোবরে থেকেই ধীরে ধীরে দাম বেড়েছে। তবে নভেম্বরের শেষ দিকে পেঁয়াজের দাম কমার আশা দেশটির সরকারের।
‘হর্টিকালচার প্রোডিউসার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সহ সভাপতি বিকাশ সিংহ জানিয়েছেন, বাজারে নতুন করে শীতের সবজি না আসা পর্যন্ত এই পরিস্থিতির বদল হওয়ার সম্ভাবনা কম। তবে ডিসেম্বরের গোড়ার দিকে দাম অনেকটা কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এদিকে অক্টোবরে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে যা ৭৫ হাজার টাকায় নেমে এসেছে। দর কমেছে সাদা ধাতুরও। তবে অক্টোবরে খুচরো বাজারের মূল্যবৃদ্ধির পরিমাণ ৬ শতাংশের (৬.২১ শতাংশ) থেকেছে। এই পরিস্থিতিতে পাইকারি বাজারের দরও ঊর্ধ্বমুখী হয়েছে। যা খাদ্যপণ্যের দামকে প্রভাবিত করছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।