স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নিজের নাম লিখেছেন ভারতের নতুন অধিনায়ক জসপ্রিত বুমরাহ।
শনিবার এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ওভারে বুমরাহ একাই নেই ২৯ রান। ওয়াইডসহ বাই থেকে যোগ হয় আরও ৫ রান। আর একটি নো বল মিলিয়ে ওভারে আসে ৩৫ রান।
এতেই ভেঙে যায় ব্রায়ান লারা ও জর্জ বেইলির রেকর্ড। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসনকে ৪টি বাউন্ডারি ও দুটি ছক্কায় ২৮ রান তুলেন লারা। ২০১৩ সালে জিমি অ্যান্ডারসনের এক ওভারে তিন ছক্কা, দুই চার ও একটি দুই রান নিয়ে লারাকে স্পর্শ করেন অস্ট্রেলিয়ার তারকা জর্জ বেইলি।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ইংল্যান্ডের অনিয়মিত স্পিনার জো রুটকে ৩ চার ও দুই ছক্কা মেরে ২৮ রান করে যোগদেন লারা-বেইলি সঙ্গে।
ব্রায়ান লারা-জর্জ বেইলি ও কেশব মহারাজকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান চলতি টেস্টে ভারতের অধিনায়ক হওয়া বুমরাহ।
নতুন বিশ্ব রেকর্ড গড়া বুমরাহকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লারা লেখেন- টেস্টে ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়ায় জসপ্রিত বুমরাহকে অভিনন্দন। তাকে অভিনন্দন জানানোর লাইনে আমার সঙ্গে সবাই যোগ দিন, ওয়েল ডান।
এই স্টুয়ার্ড ব্রডকেই ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ৬ বলে ছয়টি ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড গড়েন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।