অন্যরকম খবর ডেস্ক : প্রায় তিন দশক আগে চুরি হওয়া একটি ফেরারি গাড়ি উদ্ধার করেছে যুক্তরাজ্যের পুলিশ। ১৯৯৫ সালে ইতালি থেকে অস্ট্রিয়ান ফর্মুলা ওয়ান চালক জারহার্ড বার্জারের কাছ থেকে চুরি হয়েছিল গাড়িটি। সম্প্রতি গাড়িটি উদ্ধারের কথা জানায় পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
১৯৯৫ সালের এপ্রিলে সান ম্যারিনো গ্র্যান্ড প্রিক্সে যোগ দিতে দুটি স্পোর্টস কার নিয়ে চালকেরা ছিলেন ইমোলাতে। এর মধ্যে একটি ছিল লাল রঙের ফেরারি এফ৫১২এম। চুরির এত বছর পর ২০২৩ সালের শেষ দিকে জাপান থেকে এটি যুক্তরাজ্যে আনা হয়।
গত জানুয়ারিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ গাড়ি প্রস্তুতকারীদের কাছ থেকে গোপনে খবর পান, যুক্তরাজ্যের একজন দালাল মার্কিন এক বিক্রেতার কাছে একটি ফেরারি বিক্রি করছেন। আর ওই গাড়িটি চুরি যাওয়া। এরপরই পুলিশের অর্গানাইজড ভেহিকেল ক্রাইম ইউনিট বিষয়টি তদন্ত করে।
তদন্তে জানা যায়, ২০২৩ সালের শেষ দিকে জাপান থেকে এটি যুক্তরাজ্যে আনা হয়েছে। পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা গাড়িটি জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ফেরারি এফ৫১২এম মডেলের এই গাড়ির গতি ঘণ্টায় ৩১৫ কিলোমিটার (১৯৬ মাইল)। এটির দাম প্রায় ৪ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৯৭১ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।