ভারতে পাচারকালে কোটি টাকার স্বর্ণ উদ্ধার, যুবক আটক

কোটি টাকার স্বর্ণ উদ্ধার

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ মেহেদী হাসান (৩৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করলে পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার দেখায়। আটক যুবককে বুধবার দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোটি টাকার স্বর্ণ উদ্ধার

গ্রেফতার মেহেদী হাসান হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের বাসিন্দা এবং হাকিমপুর পৌর শহরের হিলি স্থলবন্দরে একটি ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী। এর সত্যতা নিশ্চিত করেন হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন।

হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন মামলার এজাহার সূত্র উল্লেখ করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট বাজার থেকে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের মংলা বিজিবি ক্যাম্পের সদস্যরা মেহেদী হাসানকে আটক করেন। মেহেদীর কাছ থেকে পাওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১০০ গ্রাম। ১০টি স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ টাকা বলে মামলার এজাহারে বলা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, মঙ্গলবার সকালে হিলি সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার হবে-এমন খবর পায় মংলা বিজিবি ক্যাম্প। এজন্য হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সেখানে বিরামপুর থেকে হিলিগামী একজন মোটরসাইকেল আরোহীকে সন্দেহভাজন হিসেবে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তার শরীর ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। এসময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। বিজিবির জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হয় বলে জানান তিনি।