রেড ম্যাজিক ৮ প্রো স্মার্টফোনটি গেমিং জগতে আলোড়ন সৃষ্টি করার জন্য যথেষ্ট। নুবিয়া ব্র্যান্ড সর্বপ্রথম চীনের বাজারে এ শক্তিশালী স্মার্টফোনটি নিয়ে এসেছে। আপনি এটিকে ফ্ল্যাগশিপ গেমিং হ্যান্ডসেট বলতে পারেন।
চীনের পর এবার বিশ্বব্যাপী নুবিয়ার এ মোবাইল রিলিজ পেতে যাচ্ছে। তবে মোবাইলের প্রো প্লাস এডিশন সম্ভবত চীনের বাহিরে বের হবে না। আজ ১৬ জানুয়ারি চীনের বাহিরের দেশে রেড ম্যাজিক ৮ প্রো ডিভাইসটি লঞ্চ করার তারিখ নির্ধারণ করা হয়েছে।
ডিভাইস ডিসপ্লে হবে 6.8 ইঞ্চি। ওএলইডি প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। নুবিয়ার ফোনটির ডিসপ্লের রেজুলেশন হবে ২৪৮০ গুণ ১১১৬ পিক্সেল। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে।
কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৮ প্লাস জেন টু প্রসেসর দ্বারা ডিভাইসটি পরিচালিত হবে। স্মার্টফোনটিতে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। ফটোগ্রাফির জন্য Red Magic 8 Pro-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে।
আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা অবস্থান করছে। চায়নাতে মোবাইলটি রিলিজের সময় ৬০০০ মেগাহার্জের বিশাল ব্যাটারির ফিচার দেওয়া হয়েছিলো। পাশাপাশি ৮০ ওয়াটের ফার্স্ট চার্জিং ফিচারও ছিলো।
এনড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে হ্যান্ডসেটটি পরিচালিত হবে৷ আধুনিক স্মার্টফোন এ যা যা ফিচার থাকা উচিত রার সবকিছুই নুবিয়ার রেড ম্যাজিক ৮ প্রো হ্যান্ডসেটে দেওয়া হয়েছে। Red Magic 8 Pro স্মার্টফোনটির দাম ৪২ হাজার ভারতীয় রুপি ও ৫৮ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।