কম বাজেটের সেরা স্মার্টফোন Redmi 12

redmi 12

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চিনে হাজির হয়েছিল আগেই। চিনা স্মার্টফোন জায়ান্ট Xiaomi-র Redmi 12 ফোনটি এবার ভারতে হাজির হতে চলেছে। কোম্পানির তরফে নিশ্চিত ভাবে জানানো হয়েছে, 11 অগস্ট ফোনটি ভারতে লঞ্চ করা হবে। এখন লঞ্চ ডেট ঘোষণা করার পর Xiaomi তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই Redmi 12 তিনটি অসামান্য কালার মডেলের সঙ্গে পরিচয় করাল। জেড ব্ল্যাক, প্যাস্টেল ব্লু এবং মনসুন সিলভার এই তিনটি রঙে পাওয়া যাবে Redmi 12। এই ফোনে কী-কী ফিচার থাকছে, দামই বা কত হতে পারে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

redmi 12

Redmi 12: স্পেসিফিকেশন
Redmi 12 ফোনে থাকছে একটি 6.79 ইঞ্চির LCD ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080×2400 পিক্সেল। এই ডিসপ্লেটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং চমৎকার ভিউয়িং এক্সপিরিয়েন্স দিতে পারে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G88 চিপসেটের সাহায্যে। র‌্যাম ও স্টোরেজের একাধিক অপশন থাকছে এই ফোনের।

সফটওয়্যার হিসেবে Redmi 12 ফোনে থাকছে একটি Android 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক শাওমির নিজস্ব MIUI 14 কাস্টম স্কিন। ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকছে চমৎকার ক্যামেরা সেটআপও। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হচ্ছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে থাকছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

সিকিওরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে। ধুলো প্রতিরোধী IP53 রেটিং প্রাপ্ত ফোনটিতে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফোনটিকে একবার চার্জে দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার উপযোগী করে তুলেছে। 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা অত্যন্ত দ্রুততার সঙ্গে Redmi 12 ফোনটিকে চার্জ করে ফেলতে পারে।

৭২ দিন পর তোলা হলো বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিবের দেহ

Redmi 12: দাম কত হতে পারে
এই ফোনের দাম কত হতে পারে, তা নিয়ে শাওমির তরফে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের এই Redmi 12-র দাম হতে পারে 17,000 টাকা। তবে এই দাম বেস মডেলের। হাই-এন্ড ভ্যারিয়েন্টগুলির দাম আরও একটু বেশি হবে। এই ফোন সম্পর্কে বাকি তথ্য জানতে আপনাকে অপেক্ষা করতে হবে 11 অগস্ট পর্যন্ত।