বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সেপ্টেম্বর মাসে Redmi 14C 4G স্মার্টফোন গ্লোবাল বাজারে MediaTek Helio G81 Ultra চিপসেট, 8GB RAM এবং 5,160mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের 5জি মডেল পেশ করা হবে। বেশ কিছু দিন ধরে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হওয়ার পর, এবার অফিসিয়ালি Redmi 14C 5G ফোনের গ্লোবাল লঞ্চ টিজ করে দেওয়া হয়েছে। প্রথমে আপকামিং Redmi 5G ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে।
Redmi 14C 5G এর ভারতীয় লঞ্চ
রেডমি ইন্ডিয়া তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্টের মাধ্যমে জানিয়েছে কোম্পানি New Year 2025 তাদের নতুন 5জি ফোন ভারতে লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম জানানো হয়নি, তবে শেয়ার করা টিজার ইমেজ অনুযায়ী এটি Redmi 14C 5G স্মার্টফোন হতে পারে বলে মনে করা হচ্ছে। রেডমি পক্ষ থেকে ফোনটি #2025G হ্যাশট্যাগ সহ প্রোমোট করা হচ্ছে। পরবর্তী সময়ে Redmi 14C 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট কনফার্ম হওয়া মাত্র তারিখ জানিয়ে দেওয়া হবে।
Redmi 14C 5G এর সম্ভাব্য দাম
সম্প্রতি সার্টিফিকেশন সাইটে Redmi 14C 5G ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর সহ দেখা গিয়েছিল। এই আপকামিং লো বাজেট রেঞ্জে ফোনটির দাম 15 হাজার টাকা পর্যন্ত রাখা হবে। এর আগে POCO M6 Plus এবং Redmi 13 5G ফোনে একই প্রসেসর দেওয়া হয়েছিল। অন্যদিকে Redmi 14C 5G ফোনটি 4GB RAM সহ দাম 12 হাজার টাকা রাখা হতে পারে।
Redmi 14C 5G এর স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে: টেনা সার্টিফিকেশন সাইটে Redmi 14C 5G ফোনটি LCD প্যানেল দিয়ে তৈরি 720 x 1640 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.88 ইঞ্চির এইচডি + ডিসপ্লে সহ দেখা গিয়েছিল। এই স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর: টেনা সার্টিফিকেশন সাইট অনুযায়ী Redmi 14C 5G ফোনে 2.36গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এখনও পর্যন্ত চিপসেটের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
স্টোরেজ: সার্টিফিকেশন সাইটে Redmi 14C 5G ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্ট সহ লিস্টেড হয়েছিল। এতে 4GB, 6GB, 8GB এবং 12GB RAM সহ 64GB, 128GB, 256GB এবং 512GB স্টোরেজ রয়েছে। তবে বিভিন্ন বাজারে আলাদা আলাদা স্টোরেজ ভেরিয়েন্ট সেল করা হবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 14C 5G ফোনটিতে 5,060এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। তাই ফোনটিতে আগের 4জি মডেলের মতো 5,160mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে এবং একইসঙ্গে 18ওয়াট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi 14C 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। টেনা লিস্টিং অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকবে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হবে বলে জানা গেছে।
অন্যান্য ফিচার: টেনা সার্টিফিকেশন সাইটে Redmi 14C 5G ফোনটির ডায়মেনশন 171.88 x 77.78 x 8.3এমএম এবং ওজন 212.3গ্রাম হবে বলে জানা গেছে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইআর ব্লাস্টার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
Redmi 14C 4G এর দাম এবং স্পেসিফিকেশন
দাম: গ্লোবাল বাজারে Redmi 14C 4G ফোনটির দাম USD 119 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 9,999 টাকা রাখা হয়েছে।
ডিসপ্লে: Redmi 14C ফোনে 6.88 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, 120Hz রিফ্রেশ রেট, 600 নিট ব্রাইটনেস, DC ডিমিং, TÜV রীনলাঞ্চ লো ব্লু লাইট ফিচার রয়েছে।
প্রসেসর: Redmi 14C ফোনটি Android 14 এবং Xiaomi HyperOS সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে মিডিয়াটেক হেলিও G81-আলট্রা অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
ক্যামেরা: Redmi 14C ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W চার্জিং সাপোর্টেড 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।