বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০২৩ সালের ডিসেম্বরে রেডমি কোম্পানির লো বাজেট স্মার্টফোন Redmi 13C 5G ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল, সেই ফোনটি এখন মাত্র 10,499 টাকা দামে সেলের জন্য পাওয়া যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই মোবাইলের আপগ্রেডেড ভার্সনে কাজ শুরু করেছে যা Redmi 14C 5G নামে লঞ্চ হবে। এই Redmi 5G ফোনটি IMEI ডাটাবেসে দেখা গেছে, সেই ডিটেইলস আপনাদের এই পোস্টে জানানো হল।
টেক ওয়েবসাইট GizmoChina দ্বারা Redmi 14C 5G ফোনটিকে IMEI ডাটাবেসে দেখা গেছে। এই মোবাইলের চারটি মডেল নম্বর এখানে প্রকাশ করা হয়েছে যার মধ্যে রয়েছে “2411DRN47G”, “2411DRN47R”, “2411DRN47I” এবং “2411DRN47C”। তৃতীয় মডেলটি ভারতীয় মার্কেটের মডেল। এতে উপস্থিত ‘I’ মানে হল India, অর্থাৎ Redmi 14C 5G ফোনটি ভারতেও পাওয়া যাবে। তবে এখন পর্যন্ত এই ফোনটির সম্পর্কে এইটুকু তথ্যই জানা গেছে।
Redmi 13C 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন : দাম: Redmi 13C 5G ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে সেলের জন্য পাওয়া যায়। এই ফোনের 4 GB RAM এর দাম 10,499 টাকা। 6 GB RAM মডেলের দাম 11,999 টাকা এবং সবচেয়ে বড় 8 GB RAM ভেরিয়েন্টের দাম 13,999 টাকা। এই Redmi ফোনটি Startrail Silver, Startrail Green এবং Starlight Black কালার অপশনে কেনা যাবে।
স্ক্রিন: Redmi 13C 5G ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.74-ইঞ্চি HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে, যা Corning Gorilla Glass 3 দ্বারা প্রোটেকটেড। এই স্ক্রিনটি একটি LCD প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেট, 180Hz টাচ স্যাম্পলিং রেট এবং 600নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই Redmi ফোনটি TUV Flicker free সার্টিফিকেশন এবং low blue light সার্টিফিকেশন পেয়েছে।
প্রসেসর: Redmi 13C 5G ফোনটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 6100+ অক্টাকোর প্রসেসরে লঞ্চ হয়েছে। এই 8 কোর প্রসেসরে 2.2GHz ক্লক স্পিড যুক্ত 2 Cortex-A74 কোর এবং 2.0GHz ক্লক স্পিড যুক্ত 4 Cortex-A55 কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই মোবাইলটি Mali-G57 MC2 GPU সাপোর্ট করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi 13C 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এর ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং 1/2.76” সেন্সর সাইজ যুক্ত একটি 50MP AI প্রাইমারি সেন্সর রয়েছে, যা 0.612μm পিক্সেল সাপোর্ট করে এবং F/1.8 অ্যাপারচারে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
মেমরি: Redmi 13C 5G ফোনটি ভারতে তিনটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 4GB RAM সহ 128GB স্টোরেজ রয়েছে। দ্বিতীয় ভেরিয়েন্টটি 6GB RAM সহ 128GB মেমরি সাপোর্ট করে। সবচেয়ে বড় ভেরিয়েন্টে 8GB RAM সহ 256GB স্টোরেজ রয়েছে। এই মোবাইলটি 8GB ভার্চুয়াল র্যাম টেকনোলজি সাপোর্ট করে যা ফোনের ফিজিক্যাল র্যামকে দ্বিগুণ করে। ফোনে 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ডও ইনস্টল করা যাবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 13C 5G ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনে USB Type-C পোর্ট রয়েছে। তবে ইউজাররা কিছুটা হতাশ হতে পারে কারণ কোম্পানি এই ফোন বক্সে শুধুমাত্র একটি 10W চার্জার দিয়েছে।
‘মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তিনি মোবাইল ফোন ব্যবহার করেন না’
অন্যান্য: Redmi 13C 5G ফোনে 7 5G ব্যান্ড দেওয়া হয়েছে। ফোনে ডুয়াল সিম ইনস্টল করা যাবে। এছাড়াও এই ফোনে Bluetooth 5.3, WiFi 5 এবং একটি 3.5mm জ্যাক রয়েছে। এই Redmi ফোনটি স্টার ট্রায়াল ডিজাইনে নির্মিত যার থিকনেস 8.19mm, ফোনটির IP রেটিংও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।