Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi তাদের একটি নতুন সস্তা ফোনে কাজ করছে এবং এই ফোনটি Redmi 15C নামে লঞ্চ করা হবে। বিগত সময়ে এই ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। Redmi 15C ফোনটির লিক ডিটেইলস সম্পর্কে নিচে আলোচনা করা হল।
Redmi 15C 4G ফোনের দাম (লিক)
নতুন লিকে Redmi 15C ফোনটির দাম $154 বলা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনটির দাম হবে প্রায় 13,230 টাকা। এটি এই ফোনের বেস মডেলের দাম হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ইতালির একটি রিটেইলার ওয়েবসাইটেও এই ফোনটি দেখা গেছে। এখান থেকেই ফোনটির দুটি স্টোরেজ ভেরিয়েন্ট এবং দাম প্রকাশ্যে এসেছিল।
এই লিক অনুযায়ী, ফোনটির 4GB RAM + 128GB Storage মডেলের দাম 133.90 ইউরো অর্থাৎ প্রায় 13,450 টাকা এবং 4GB RAM + 256GB Storage মডেলের দাম 154.90 ইউরো অর্থাৎ প্রায় 15,500 টাকা রাখা হবে। ইতালিয়ান রিটেইলার লিস্টিঙে Redmi 15C 4G ফোনটি Blue, Green এবং Midnight Gray কালার অপশনে দেখা গেছে।
Redmi 15C 4G ফোনের স্পেসিফিকেশন (লিক)
- 6.99″ HD+ 120Hz Display
- MediaTek Helio G81
- 4GB RAM + 128GB Storage
- 50MP AI Dual Camera
- 13MP Selfie Camera
- 33W 6,000mAh battery
ডিসপ্লে
লিক অনুযায়ী, Redmi 15C 4G ফোনে 6.99-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন HD+ রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং এলসিডি প্যানেল থাকবে বলে জানা গেছে।
পারফরমেন্স
Redmi 15C 4G ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে Xiaomi HyperOS থাকবে বলে লিকে উল্লেখ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক হেলিও জি81 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। এই প্রসেসর 1.8GHz থেকে 2.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Redmi 15C 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি এবং সেকেন্ডারি AI সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ফোনটিতে Ring Light থাকবে বলেও জানা গেছে।
ব্যাটারি
Redmi 15C ফোনে বড় ব্যাটারি দেওয়া হবে। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 33W ফাস্ট চার্জিং ফিচার সহ 6,000mAh ব্যাটারি থাকতে পারে।
Redmi 14C 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন
ভারতের বাজারে Redmi 14C 5G ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল 9,499 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ মডেল 11,499 টাকা দামে সেল করা হয়। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর এবং 6GB Virtual RAM রয়েছে।
Redmi 14C 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.99-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,160mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।