স্মার্টফোন দুনিয়ায় আবারও চমক দিতে চলেছে Redmi। সাম্প্রতিক একটি লিক থেকে জানা গেছে, ব্র্যান্ড এবার এমন একটি স্মার্টফোন নিয়ে আসছে, যাতে থাকবে ৮৫০০mAh ক্ষমতার বিশাল ব্যাটারি। এটি Redmi Turbo 4 Pro-এর তুলনায় প্রায় ১০০০mAh বেশি, যেখানে ছিল ৭৫৫০mAh ব্যাটারি।
জনপ্রিয় টিপ্সটার ডিজিটাল চ্যাট স্টেশন-এর সূত্র ধরে এই তথ্য প্রকাশ করেছে GizmoChina।৮.৫ মিমি-র কম পুরুত্বে বিশাল ব্যাটারি
সবচেয়ে অবাক করা বিষয় হল, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির পুরুত্ব ৮.৫ মিমি-র কম থাকবে বলে দাবি করা হয়েছে। তুলনায়, Galaxy S25 Ultra-এর থিকনেস ৮.২ মিমি, কিন্তু সেখানে মাত্র ৫০০০mAh ব্যাটারি রয়েছে। অর্থাৎ রেডমি নতুন প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারির আকার ও স্মার্টফোনের গঠন—দুয়েরই চমৎকার ব্যালান্স রাখার চেষ্টা করছে।
উন্নত ইন-হাউস প্রযুক্তিতে তৈরি হচ্ছে ব্যাটারি
রিপোর্টে আরও বলা হয়েছে যে, রেডমি-এর নিজস্ব ল্যাবরেটরিতে ব্যাটারি প্রযুক্তি নিয়ে চলেছে নানারকম পরীক্ষা-নিরীক্ষা। মূল লক্ষ্য হল, ব্যাটারির আয়ু না কমিয়ে তার ক্ষমতা বৃদ্ধি করা। এই অগ্রগতির পেছনে মূল কারণ হল সিলিকন-কার্বন ব্যাটারি টেকনোলজি, যা বর্তমানে চীনে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।
সিলিকন-কার্বন ব্যাটারির অন্যতম বড় সুবিধা হল, এটি সাধারণ গ্রাফাইট ব্যাটারির তুলনায় অনেক বেশি ক্ষমতাসম্পন্ন। যেখানে গ্রাফাইট ব্যাটারির ক্ষমতা গড়ে ৩৭২mAh/g, সেখানে সিলিকন-ভিত্তিক উপাদান ৪২০০mAh/g পর্যন্ত পৌঁছাতে পারে। এই উপাদানে লিথিয়াম স্টোরেজ ক্যাপাসিটিও অনেক বেশি, যা চার্জিংয়ের সময় উচ্চ শক্তির ঘনত্ব ও সুরক্ষা নিশ্চিত করে। এছাড়া এটি লিথিয়ামের অতিরিক্ত জমা হওয়া থেকে ফোনকে রক্ষা করে, যার ফলে শর্ট সার্কিটের ঝুঁকি অনেকটাই কমে যায়।
বর্তমানে চীনের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে ৭০০০mAh বা তার বেশি ক্যাপাসিটির ফোন দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। এমনকি, একই টিপ্সটারের আরও একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী বছরেই বাজারে ১০,০০০mAh ব্যাটারিযুক্ত ফোন আসতে পারে।
যদিও এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি যে রেডমি-র এই ৮৫০০mAh ব্যাটারির ফোনটি কবে লঞ্চ হবে বা এর নাম কী হতে চলেছে। তবে প্রযুক্তি প্রেমীদের মধ্যে এই ফোন নিয়ে আগ্রহ এখন থেকেই তুঙ্গে। Redmi যদি সত্যিই এত পাতলা ফোনে এত শক্তিশালী ব্যাটারি আনতে পারে, তাহলে এটি স্মার্টফোন দুনিয়ায় এক বড় বিপ্লব ঘটাবে বলেই মনে করা হচ্ছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.