স্মার্টফোন শাওমি বাংলাদেশে তৈরি প্রথম স্মার্টফোন রেড়মি ৯এ দেশের বাজারে এসেছে । নির্মাতা প্রতিষ্ঠান শাওমি এবং বাংলাদেশের প্রযুক্তি বোদ্ধারা দেশীয় প্রযুক্তি পণ্যের জগতে নতুন এক অধ্যায়ের সূচনা বলে মনে করছেন। গাজীপুরের ভোগড়ায় তৈরী প্রথম Redmi 9A স্মার্টফোনের দাম কমিয়ে বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে শাওমি।বাংলাদেশে তৈরী শুরু হওয়ায় পূর্বের চেয়ে এই ফোনটির দাম এখন কমেছে। এছাড়াও ফোনটি কিনলে শাওমি ব্র্যান্ডের একটি আকর্ষণীয় টি-শার্ট পাওয়া যাবে।
Redmi 9A ফোনের বিস্তারিত জেনে নিন
রেডমি ৯এ ফোনটির বক্সে পাবেন ফোন, পেপারওয়ার্ক, সিম ইজেক্টর টুল, ১০ওয়াট চার্জিং এডাপ্টার ও মাইক্রো ইউএসবি কেবল। এছাড়াও ফোনটির বক্সে একটি কেস ও পাওয়া যাবে। আর বক্সের বাইরে থাকছে একটি ফ্রি টিশার্ট!
এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে এতে থাকছে শক্তিশালী চিপসেট এবং প্রিমিয়াম সব ফিচার। নতুন এ স্মার্টফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির বড় আকৃতির ডট ড্রপ ডিসপ্লে, যা আপনাকে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে। ব্যবহারকারীকে দীর্ঘক্ষণ নির্ঝঞ্ঝাটে ব্যবহার করে সন্তুষ্ট করতে ফোনটিতে আরও থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি।
রেডমি ৯এ ডিভাইসে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ অক্টা-কোর গেমিং চিপসেট, যা ব্যবহারকারীকে দিনভর একটা ভালো অপারেটিং অভিজ্ঞতা দেবে। এতে থাকা এআই-অপ্টিমাইজড ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় যেকোনো অবস্থায়ই দ্রুত ও সহজেই পরিষ্কার ছবি তোলা সম্ভব।
Xiaomi Redmi Note 11 Pro Max: নামের মতোই বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, উল্লেখযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা সবার কাছে সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। সাশ্রয়ীমূল্যে শাওমির Redmi 9A স্মার্টফোনটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লের সঙ্গে প্রত্যাশিত পারফরম্যান্স নিশ্চিত করবে। আমাদের বিশ্বাস রেডমি ৯এ ডিভাইসে থাকা হার্ডওয়্যার এবং সফটওয়্যারে মি ফ্যান এবং গ্রাহকরা খুব সন্তুষ্ট হবে। আমরা গ্রাহকদের জন্য রেডমি পরিবার থেকে সেরা ফোনটিই তুলে দেওয়ার প্রত্যাশা করি।
খুবই লো বাজেটের শাওমির রেডমি ৯এ স্মার্টফোনটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লের সঙ্গে বাজারে এসেছে। ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের Redmi 9A এর বাংলাদেশে দাম হলো ৮,৭৯৯টাকা।
বাংলাদশে স্মার্টফোন সংযোজন কারখানা স্থাপনের তালিকায় সর্বশেষ যুক্ত হলো শাওমি। নোকিয়া কোম্পানিও তাদের নিজস্ব স্মার্টফোন সংযোজন কারখানা দেশে স্থাপন করেছে। শাওমি ব্র্যান্ডের জন্য স্মার্টফোন সংযোজন করবে তাদেরই সহযোগী প্রতিষ্ঠান ডিবিজি টেকনোলজি বিডি লিমিটেড। গাজীপুরের ভোগড়ায় ৫৫ হাজার বর্গফুট আয়তনের কারখানাটিতে বছরে ৩০ লাখ স্মার্টফোন বানাবে শাওমি বাংলাদেশ। তবে বর্তমানে দৈনিক আট ঘণ্টার শিফট বা পালায় দুই হাজার স্মার্টফোন তৈরি হচ্ছে। তাতে মাসে উৎপাদন হবে ৫০ হাজার স্মার্টফোন। আগামী জানুয়ারিতে নতুন লাইন চালু হলে স্মার্টফোন উৎপাদন আরও বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।