বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি সস্তায় নতুন Android লঞ্চ করেছে Redmi। কেমন পারফর্ম করল বাজেট সেগমেন্টের এই ফোন? নতুন ফোনের ক্যামেরা কেমন? পড়ুন Redmi A1 রিভিউ।
সম্প্রতি এন্ট্রি লেভেল সেগমেন্টে নতুন ফোন লঞ্চ করেছে Redmi।
ভারতের বাজারে এসেছে Redmi A1। এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, 5,000 mAh ব্যাটারি। 7,000 টাকার কম খরচে এই Android ফোন কেনা যাবে। 32 GB স্টোরেজে এই ফোন বিক্রি করছে চিনা সংস্থাটি। রয়েছে 512 GB পর্যন্ত microSD কার্ড সাপোর্ট। ফোনের পিছনে রয়েছে টেক্সচার্ড ফিনিশ। একাধিক রঙে এই ফোন কেনা যাবে। কেমন পারফর্ম করল সস্তার এই স্মার্টফোন? ক্যামেরা কেমন? পড়ুন Redmi A1 রিভিউ।
সস্তার ফোন হলেও Redmi A1 দেখে তা বোঝার উপায় নেই। এই ফোনের পিছনে রয়েছে লেদার টেক্সচার ফিনিশ। ভালো বিল্ট কোয়ালিটি পাবেন। যা এই ফোনকে প্রিমিয়াম লুক দেবে। ফোনটি 9.2 mm পুরু, ওজন 192 গ্রাম। ফোনের বাঁ দিকে রয়েছে সিম ট্রে ও microSD স্লট। কালো, নীল ও সবুজ রঙে এই ফোন পাওয়া যাবে।
এই ফোনে রয়েছে 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে। 1600 x 720 পিক্সেলস রেজোলিউশন পাওয়া যাবে। 60 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে, থাকছে 120 Hz টাচ স্যামপ্লিং রেট। ডিসপ্লেতে থাকছে সর্বোচ্চ 400 nits ব্রাইটনেস। ডিসপ্লের উপরে রয়েছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স গ্লাস।
এই ফোনে Android 12 Go Edition অপারেটিং সিস্টেম চলবে। ক্লিন অ্যানড্রয়েড ব্যবহারের অভিজ্ঞতা পেয়ে যাবেন। ফোনে কোন অতিরিক্ত অ্যাপ ইনস্টল থাকবে না। এই ফোনে রয়েছে MediaTek Helio A22 চিপসেট। সেখানে 4টি 2.0 GHz ক্লক স্পিডে Cortex-A53 কোর রয়েছে। সঙ্গে রয়েছে IMG PowerVR GE8320 GPU। সাধারণ ব্যবহারের জন্য এই ফোনে কোন সমস্যা দেখা যাবে না। কলিং, মেসেজিং, ভিডিও স্ট্রিমিং ও হালকা গেমিং সহজেই সামলাতে পারবে এই ডিভাইস। 32 GB স্টোরেজ ও 2 GB RAM সহ কেনা যাবে Redmi A1। যদিও 512 GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। স্ক্রোলিংয়ের সময় এই ফোন কোন সমস্যা হবে না। যদিও ক্যামেরার ব্যবহারের সময় Redmi A1-কে স্লো মনে হয়েছে। তবে এই ফোনের দামের কথা বিচার করলে যথেষ্ট ভালো পারফরম্যান্স পাবেন। চাইলে হালকা গেমিংও করা যাবে এই ফোনে।
Redmi A1 -এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 8 MP সেন্সর। ক্যামেরায় শর্ট ভিডিও, টাইম ল্যাপস মোড রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 5 MP সেন্সর। সামনে ও পিছনের ক্যামেরায় 1080P 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। রিয়ার ক্যামেরার সঙ্গে রয়েছে একটি LED ফ্ল্যাশ। দিনের আলোতে এই ফোনের ক্যামেরায় তুলনামূলক ভালো ছবি উঠলেও কম আলোতে অন্যান্য বাজেট ফোনের মতোই হতাশ করবে Redmi A1 -এর ক্যামেরা।
Redmi A1 ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে 10 W ফাস্ট চার্জ সাপোর্ট রয়েছে। ফোনের বাক্সেই থাকবে চার্জর। এই ফোন সম্পূর্ণ চার্জ হতে 2 ঘণ্টার বেশি সময় লাগে। এক চার্জে 2 দিনের বেশি চলবে ফোনটি। রয়েছে OTG সাপোর্ট। কানেক্টভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, ডুয়াল SIM, ডুয়াল 4G স্ট্যান্ডবাই, VoLTE, WiFi ও Bluetooth।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।