বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পকেটসই দামে জম্পেশ ক্যামেরা-সহ লঞ্চ হল রেডমি এ3 স্মার্টফোন। বাজেট স্মার্টফোনে এটি নতুন অপশন। রেডমি এ2 ফোনের আপডেট মডেল এই স্মার্টফোন। যা এদিন অফিশিয়ালি লঞ্চ করে ফেলল শাওমি। এতে মিলবে 5,000mAh ব্যাটারি এবং মিডিয়াটেক হিলিও প্রসেসর। কলিং, ইউটিউব, সোশ্যাল মিডিয়া-সহ একাধিক কাজের জন্য দুরন্ত স্মার্টফোন। বিস্তারিত ফিচার্স এবং দাম জেনে নিন।
ভ্যালেনটাইন্স ডে’র দিন নতুন স্মার্টফোন লঞ্চ করে চমক দিল রেডমি। ভারতে অবশেষে হাজির বাজেট-ফ্রেন্ডলি 4G স্মার্টফোন Redmi A3। গত বছর এটির আগের মডেল অর্থাৎ Redmi A2 লঞ্চ হয়েছিল। নতুন মডেলে দারুণ ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসর দিয়েছে সংস্থা। ফিচার্স এবং স্পেসিফিকেশন আগের থেকে বৃদ্ধি পেয়েছে।
Redmi A3 ফোনের দাম কত?
ফোনের একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে। 3GB ব়্যাম ও 64GB স্টোরেজের দাম 7,299 টাকা। 4GB ব়্যাম ও 128GB স্টোরেজের দাম 8,299 টাকা এবং 6GB ব়্যাম ও 128GB স্টোরেজের দাম 9,299 টাকা। স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, অলিভ গ্রিন এবং লেক ব্লু রঙে পাওয়া যাবে।
কমমূল্যে সেরা বাইক লঞ্চ করল হিরো, দুর্দান্ত সব সুবিধার সাথে থাকছে ৪৪০ সিসি ইঞ্জিন
২৩ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্ট এবং শাওমির অফিশিয়াল ওয়েবসাইটও অফলাইন স্টোর থেকে বিক্রি শুরু হবে ফোনের। একাধিক ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে সস্তায় কিনতে পারবেন এই স্মার্টফোন। প্রসঙ্গত, গত বছর রেডমি A2 লঞ্চ হয়েছিল 5,999 টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।