দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে Redmi A4 5G স্মার্টফোন

Redmi A4 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি কোয়ালকমের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস এর মঞ্চে Redmi A4 5G অ্যানাউন্স করেছে। এই ফোনটি ভারত সহ বিশ্বের প্রথম Snapdragon 4s Gen 2 প্রসেসর সহ স্মার্টফোন।

Redmi A4 5G

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি অজস্র ইউজারদের বাজেটের মধ্যে সুন্দর 5G এক্সপেরিয়েন্স দেওয়া সম্ভব হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া জ্যাক এই লেটেস্ট ফোনটি সম্পর্কে।

বর্তমানে ভারতে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (2024) ইভেন্ট চলছে। এই ইভেন্টের মঞ্চ থেকে একাধিক লেটেস্ট ডিভাইস লঞ্চ করা হচ্ছে। এই ইভেন্টেই শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের Redmi A4 5G ফোনটি পেশ করেছে। সবচেয়ে বড় কথা এই সস্তা ফোনেই বিভিন্ন অসাধারণ ফিচার পাওয়া যাবে।

ব্র্যান্ড জানিয়ে দিয়েছে Redmi A4 5G ফোনটি ভারত সহ গোটা বিশ্বের প্রথম Snapdragon 4s Gen 2 প্রসেসর সহ স্মার্টফোন। এই প্রসেসরটি 4 Gen 2 প্রসেসরের মতোই 4nm ফেব্রিকেশনে তৈরি বলে জানানো হয়েছে। বরং এটির তুলনায় 90fps FHD+ ভিডিও সাপোর্ট করে, এতে ডুয়েল 12-বিট ISP ক্যামেরা সাপোর্ট রয়েছে, বিশেষ গিগাবিট 5G কানেক্টিভিটির জন্য একটি শক্তিশালী মোডেম রয়েছে এবং NAVIC সহ ডুয়েল ফ্রিকোয়েন্সি GNSS (L1 + L5) সাপোর্ট করে।

ব্র্যান্ডের পক্ষ থেকে Redmi A4 5G ফোনটি ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট কালারে পেশ করা হয়েছে। ছবিতে দেখা গেছে ফোনের ব্যাক প্যানেলে চারটি কাটআউট সহ একটি বড় গোল ক্যামেরা মডিউল রয়েছে। এতে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এলইডি লাইট রয়েছে বলে আশা করা হচ্ছে। চতুর্থ কাটআউটটি শুধুমাত্র লুকের জন্য বলে মনে করা হচ্ছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে ফ্ল্যাট স্ক্রিন প্যানেল দেওয়া হয়েছে। এই ফোনের ডানদিকের প্যানেলে পাওয়ার ও ভলিউম বাটন থাকবে। ফোনের ফ্রন্ট প্যানেলে নীচের দিকে এবং পেছনের দিকে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে।

কোম্পানি জানিয়েছে অদূর ভবিষ্যতে Redmi A4 5G ফোনটি 10,000 টাকার চেয়ে কম দামে পেশ করা হতে পারে। এটি এই ফোনের বেস মডেলের দাম হবে বলে আশা করা হচ্ছে। ফোনটির টপ মডেলের দাম 12,000 টাকার রেঞ্জে রাখা হতে পারে।

Redmi A4 5G ফোনের স্পেসিফিকেশন : কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের দাম জানানো হয়নি। তবে Redmi A4 5G ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।

এই ফোনে 3.5 মিমি অডিও জ্যাক দেওয়া হবে। এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ থাকবে। এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

কত টাকার মালিক রচনা ব্যানার্জী? ফাঁস হলো মোট সম্পত্তির পরিমাণ

এতে ডুয়েল সিম 5G, 4G, ওয়াইফাই, ব্লুটুথ, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে। Redmi A4 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।