বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যেসব ইউজাররা সস্তা রেডমি ফোন পছন্দ করেন, সেইসব ইউজারদের জন্য Xiaomi তাদের লো বাজেট স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। শাওমি তাদের Redmi A5 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং কোম্পানির ওয়েবসাইটে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি আগামী 15 এপ্রিল ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং সস্তা রেডমি স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Redmi A5 এর লঞ্চ ডেট
15 এপ্রিল শাওমি Redmi A5 ফোনটি ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট, মোবাইল ফটো সহ ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছে। এটি একটি সফট লঞ্চ হতে চলেছে এবং কোম্পানির পক্ষ থেকে 15 এপ্রিল দুপুরে Redmi A5 ফোনের প্রাইস ও সেল ডিটেইলস জানানো হবে। শাওমির বক্তব্য অনুযায়ী সস্তা রেডমি ফোনটি Jaisalmer Gold, Pondicherry Blue এবং Just Black মতো কালার অপশনে সেল করা হবে।
Redmi A5 এর স্পেসিফিকেশন
Unisoc T7250 Processor
4GB RAM + 128GB Storage
6.88″ 120Hz LCD Display
32MP Back Camera
8MP Front Camera
18W 5,200mAh Battery
ডিসপ্লে: এই কম দামের Redmi A5 ফোনটিতে 1640 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.88 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 1500nits ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: ইতিমধ্যে Redmi A5 ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি ইউনিসোক টি7250 চিপসেট দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই সিপিইউ 1.6GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex-A55 কোর এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex-A75 কোর রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi A5 ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য লো বাজেট ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।
অন্যান্য ফিচার: Redmi A5 ফোনে ব্লুটুথ 5.2, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 3.5 এমএম হেডফোন জ্যাক রয়েছে। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি উপরোক্ত ফিচার এবং স্পেসিফিকেশন সহ Redmi A5 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে। 15 এপ্রিল আপকামিং ফোনটি একই স্পেসিফিকেশন সহ ভারতীয় বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সস্তা রেডমি ফোনটির দাম প্রায় 7 হাজার টাকা রাখা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।