কম দামে ভালো ফোন দেওয়ার ক্ষেত্রে শাওমি বরাবরই অন্য ব্র্যান্ড থেকে এগিয়ে আছে। এ বছরের জুলাইয়ের ২৩ তারিখে শাওমি রিলিজ করেছে রেডমি k50i মডেলের স্মার্টফোন। কম দামে এটাই দুর্দান্ত স্মার্টফোন তবে এটা সবার জন্য নয়।
৩০ হাজার টাকার স্মার্টফোনে আপনি প্রসেসর হিসেবে ডাইমনসিটি ৮১০০ পেয়ে যাবেন যা অবিশ্বাস্য। তবে অফার ও আন-অফিশিয়ালি নিলে আরও কম দামে হ্যান্ডসেটটি পেতে পারেন। ভারতে ২৫ হাজার রুপির মধ্যে এই স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন। অন্য কোন স্মার্টফোন নির্মাতা কোম্পানি এই বাজেটের মধ্যে এত শক্তিশালী প্রসেসর দিতে পারবে না।
ডিজাইন এবং কালার নিয়ে অভিযোগ করার কোন জায়গা নেই। তবে ব্যাক প্যানেল প্লাস্টিকের তৈরি এবং এটি অতটা টেকসই নয়। শাওমির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বরাবরের মতোই ফাস্ট কাজ করে।
স্মার্টফোনটির ডিসপ্লের সাইজ ৬.৬ ইঞ্চি। ডিসপ্লের প্যানেল হচ্ছে FFS এলসিডি। Viewing Angle নিয়ে কোন অভিযোগ নেই। রেসপন্স টাইম ১৪৪ হার্জ হওয়ার কারণে গেমিং এর ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন। ডিসপ্লেতে কর্ণিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০ গুণ ২৪৬০ পিক্সেল।
১৪৪ হার্জ রিফ্রেশারেট হওয়ার কারণে আপনি স্ক্রল করা সহ দৈনন্দিন জীবনে মোবাইলটি পরিচালনায় অন্যরকম অভিজ্ঞতা অর্জন করবেন। শাওমি ফোনের স্ক্রলিং হবে এখন সুপার ফাস্ট।
ডোলবি এটমসের ফিচার রয়েছে যা সাধারণত এই বাজেটের ফোনে দেখা যায় না। ৫০৮০ হার্জের ব্যাটারি সাথে পেয়ে যাবেন। দ্রুত চার্জ হয় এবং একবার চার্জ দিলে অনেকক্ষণ চার্জ ধরে রাখার সক্ষমতা এটির আছে।
ফোনের একটি নেতিবাচক দিক হচ্ছে আপনি ফোনটি ব্যবহার না করলেও এটির র্যাম জেগে থাকবে সবসময়। ফলে ব্যাটারি ড্রেইন করার ক্ষেত্রে র্যামের ভূমিকা থাকবে।
প্রসেসরের সাথে চারটি পারফরম্যান্স কোর থাকায় গেমিং এ আপনি দুর্দান্ত সুবিধা পাবেন। বেশ কয়েকটি গেম পরীক্ষা করে দেখা যায় যে ফোনটি গরম হচ্ছে না এবং কোথাও ল্যাগ নেই। গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে Mali-G610 MC6। আপনার শক্তিশালী ইন্টারনেট কানেকশনের দরকার হলে এখানে ওয়াইফাই সিক্স এর ব্যবস্থা রয়েছে।
এটির মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। সাথে আট মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেলের দুটি লেন্স যুক্ত আছে। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল যার অ্যাপাচার ২.৫। ক্যামেরা পারফরম্যান্স মোটামুটি সন্তোষজনক।
এটি গেমিং ফোন হিসেবে রিলিজ করার কারণে ক্যামেরায় কম গুরুত্ব দেওয়া হয়েছে। গেমারদের জন্য এটি অবশ্যই রেকমেন্ড করা যায়। আর যারা এ বাজেটে ক্যামেরা ফোন খুঁজছেন তাদের জন্য এই স্মার্টফোন উপযুক্ত নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।