দুর্দান্ত ফিচারসহ নতুন মডেলের ফোন বাজারে আনলো রেডমি

Redmi K50i 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রতিবেশি দেশ ভারতে লঞ্চ হল Redmi K50i। বুধবার এই ফোন লঞ্চ করেছে চিনা সংস্থাটি। নতুন Redmi ফোনে থাকছে 144 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Dimensity 8100 চিপসেট। সঙ্গে রয়েছে ভেপার কুলিং চেম্বার। ফোনের প্রসেসর ঠান্ডা রাখতে সাহায্য করবে এই ফিচার। যা পারফর্মেন্সকে আরও ভালো করবে। এছাড়াও থাকছে 64 MP প্রাইমারি ক্যামেরা। নতুন Redmi K50i 5G ফোনের দাম ও ফিচার্স দেখে নিন।

Redmi K50i 5G

Redmi K50i 5G-র দাম শুরু হচ্ছে 25,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 6 GB RAM + 128 GB স্টোরেজ। এছাড়াও 8 GB RAM + 256 GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 28,999 টাকা। তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। 23 জুলাই দুপুর 12 টায় এই ফোন বিক্রি শুরু করবে বেজিংয়ের সংস্থাটি। Amazon, Mi.com, Mi Home, Croma ও অন্যান্য রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যবে।

ICICI Bank কার্ড ব্যবহার করে কেনাকাটায় লঞ্চ অফারে 3,000 টাকা ছাড় মিলবে। EMI-এর মাধ্যমে এই ফোন কিনলেও মিলবে একই ছাড়। এই ছাড় পেতে অনলাইনে কিনতে হবে Redmi K50i 5G। এছাড়াও পুরনো ফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 2,5000 টাকা ছাড় পাওয়া যাবে। অফলাইনে এই ফোন কিনলে ব্যাঙ্ক অফারের পরিবর্তে Mi Speaker বিনামূল্যে পাওয়া যাবে। চলতি বছর চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 11T Pro। সেই ফোনের নাম বদলে ভারতে লঞ্চ হয়েছে Redmi K50i 5G।

স্পেসিফিকেশন : Redmi K50i 5G-তে Android 12 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 12 স্কিন চলবে। থাকছে 6.6 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে 144 Hz রিফ্রেশ রেট ও 270 Hz টাচ স্যামপ্লিং রেট থাকছে। এছাড়াও রয়েছে HDR10 সাপোর্ট। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8100 চিপসেট। সঙ্গে মিলবে 8 GB পর্যন্ত RAM ও 256 GB পর্যন্ত স্টোরেজ।

পেছালেন সালমান, জন্মদিনে শাহরুখের চমক

Redmi K50i 5G-র পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 MP Samsung ISOCELL GW1 সেন্সর। এছাড়াও একটি 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি 2 MP ম্যাক্রো ক্যামেরা দিয়েছে Redmi। সেলফি তোলার জন্য থাকছে 16 MP ক্যামেরা। 5,080mAh ব্যাটারির সঙ্গে এই ফোনে 67W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার। Redmi K50i 5G-র ওজন 200 গ্রাম।