বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের K60 সিরিজের সাক্সেসার হিসাবে Redmi K70 সিরিজ লঞ্চ করবে। এই সিরিজে তিনটি ডিভাইস লঞ্চ করা হবে বলা শোনা যাচ্ছে। লঞ্চের আগেই একটি নতুন ফোন গীকবেঞ্চে দেখা গেছে। ফোনটির নাম জানানো হয়নি ঠিকই, তবে এর বিভিন্ন ডিটেইলস দেক্ষে মনে করা হচ্ছে এই ফোনটি Redmi K70 Pro হতে পারে। বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফনেত লিস্টিং এবং লিক স্পেসিফিকেশন সম্পর্কে।

Redmi K70 Pro এর গীকবেঞ্চ লিস্টিং
লিস্টিং অনুযায়ী এই আপকামিং রেডমি ডিভাইসের মডেল নাম্বার 23117RK66C।
এই ফোনটি সিঙ্গেল কোরে 1100 এবং মাল্টি কোরে 5150 স্কোর পেয়েছে।
এই ফোনে অক্টাকোর কোয়ালকম প্রসেসর দেওয়া হবে। আশা করা হচ্ছে এই ফোনে আগামী অক্টোবর মাসে আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট থাকবে।
হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 750 জিপিইউ থাকবে বলে জানা গেছে।
লিস্টিং অনুযায়ী এই ফোনে 14.79GB RAM থাকবে, তাই মনে করা হচ্ছে এতে 16GB পর্যন্ত RAM থাকতে পারে।
Redmi K70 সিরিজের লঞ্চ টাইমলাইন (লিক)
কোম্পানি আপাতত এই আপকামিং ফোনের লঞ্চ সম্পর্কে কিছুই ঘোষণা করেনি, তবে লিক অনুযায়ী আগামী নভেম্বর মাসে এই সিরিজ লঞ্চ হতে পারে। প্রথমে চীনে লঞ্চের পর পোকো ব্র্যান্ডের অধীনে রিব্র্যান্ডিং করে এই সিরিজের ফোনগুলি ভারত সহ বিশ্বের অন্যান্য মার্কেটে পেশ করা হবে বলে জানা গেছে।
Redmi K70 সিরিজের স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে: এই সিরিজের ফোনে 2K রেজলিউশনযুক্ত ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 120Hz রিফ্রেশরেট থাকতে পারে।
প্রসেসর: Redmi K70 ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট থাকতে পারে। সার্টিফিকেশন সাইট অনুযায়ী Redmi K70 Pro তে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট থাকবে। অন্যদিকে Redmi K70e ফোনটি Dimensity 8300 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
ব্যাটারি: কে70 সিরিজের ফোনে 5120mAh ব্যাটারি থাকতে পারে। সিরিজের টপ মডেলে 120W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
ক্যামেরা: এই আপকামিং ফোনগুলিতে টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।
অন্যান্য: এই সিরিজের ফোনগুলিতে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রয়োজনীয় ফিচার থাকতে পারে।
OS: এই আপকামিং ফোনগুলি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



