বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমির সাব ব্র্যান্ড Redmi আগামী 29 নভেম্বর চীনে তাদের Redmi K70 সিরিজ পেশ করতে চলেছে। এই সিরিজে Redmi K70, Redmi K70 Pro এবং Redmi K7e নামে তিনটি ফোন লঞ্চ হবে। কোম্পানির পক্ষ থেকে প্রথমে লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে সঙ্গে K70e ফোনটি দেখানো হয়েছিল, এবার নতুন টিজারের মাধ্যমে K70 Pro মডেলটি দেখানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্পূর্ণ আপডেট সম্পর্কে।
Redmi K70 Pro এর ডিজাইন টিজার
Redmi মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে K70 Pro ফোনের কিছু টিজার শেয়ার করেছে।
ইমেজ স্লাইডে দেখা যাচ্ছে Redmi K70 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
ফোনের রেকট্যাংগুলার ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ রয়েছে। এই ফোনে OIS ফিচারযুক্ত 50MP ক্যামেরা এবং 2x অপটিক্যাল জুম সাপোর্ট থাকবে বলে জানা গেছে।
ছবিতে Redmi K70 Pro ফোনে রাউন্ডেড কর্নার এবং ফোনটির ব্ল্যাক ও হোয়াইট কালার দেখা গেছে।
ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে এবং গ্লাস বডি থাকবে।
আরও জানা গেছে, K70 Pro ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 এবং জেনারেটিভ AI ফিচার সহ পেশ করা হবে।
Redmi K70 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Redmi K70 Pro ফোনে 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.67-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
প্রসেসর: এই ফ্ল্যাগশিপ ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর থাকবে বলে কনফার্ম জানা গেছে। সম্প্রতি লঞ্চ হওয়া এই প্রসেসর কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপ।
স্টোরেজ: এই ফোনের টপ মডেলে 24GB LPDDR5x RAM এবং 1TB UFS 4.0 স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা: Redmi K70 Pro ফোনের টিজার থেকে জানা গেছে এই ফোনে LED গ্লাশ সহ ট্রি =পল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2x অপটিক্যাল জুম সাপোর্ট থাকতে পারে।
ব্যাটারি: এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,120mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং হাইপার ওএসে কাজ করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।