বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বাজারে আসার দুই সপ্তাহের মধ্যেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখেরও বেশি ইউনিট বিক্রি করল শাওমি। সিরিজটি গত ২৯ নভেম্বর উন্মোচন করা হয় এবং ১ ডিসেম্বর চীনের বাজারে ছাড়া হয়।
বাজারে আসার ৫ মিনিটের মধ্যেই ফোনটির প্রায় ৬ লাখ ইউনিট বিক্রি হয়ে যায় বলে দাবি করছে কোম্পানিটি। এই সংখ্যা রেডমি কে৬০ সিরিজের চেয়ে দ্বিগুণ। পাশাপাশি দ্রুততম সময়ে ১০ লাখ ইউনিট বিক্রি কে সিরিজের জন্য একটি নতুন মাইলফলক।
রেডমি কে সিরিজে রেডমি কে৭০ ই, রেডমি কে৭০ ও রেডমি কে৭০ প্রো—এই তিনটি মডেল রয়েছে। ফোনগুলোতে যথাক্রমে ডাইমেনসিটি ৮৩০০ আলট্রা, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ও স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া ২কে রেজুল্যুশন রেজ্যুলিউশনসহ ওলেড ডিসপ্লে, ৫ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার মডেলগুলোয় রয়েছে। এই সিরিজেই প্রথমবারের মতো হাইপার ওএস-ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪-এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করা হয়েছে।
রেডমি কে৭০ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান, ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৬৯৯ চীনা ইউয়ান, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান এবং ১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ৩৯৯ চীনা ইউয়ান। এ হিসেবে ফোনগুলোর দাম বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার থেকে ৫২ হাজার টাকার মধ্যে।
রেডমি কে৭০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ হাজার ৫৬৯ টাকা। আর ২৪ জিবি র্যাম ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪ হাজার ৩৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৭ হাজার ৪৩১ টাকা।
সিরিজটির লিমিটেড এডিশন মডেল ’রেডমি কে৭০ প্রো অটোমোবিলি ল্যাম্বরগিনি স্কোয়াড্রা কর্স’ আগামীকাল বাজারে আসবে। ডিভাইসটির মূল্য এখনো জানানো হয়নি।
বিশ্বের অন্যান্য বাজারের জন্য রেডমি কে৭০ই মডেলকে পোকো এক্স ৬ প্রো ৫জি মডেল হিসেবে রিব্র্যান্ডিং করা হবে। অন্যদিকে কে৭০ প্রো মডেলকে পোকো এফ ৬ প্রো ৫জি মডেল হিসেবে রিব্র্যান্ডিং করবে শাওমি। তথ্যসূত্র: গিজমোচায়না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।