বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Xiaomi এর সাব ব্র্যান্ড রেডমি সম্পর্কে সম্প্রতি শোনা গিয়েছিল ব্র্যান্ড তাদের ‘রেডমি কে70’ সিরিজ নিয়ে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এই সিরিজ মার্কেটে লঞ্চ করা হতে পারে। এবার কোম্পানি এই সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 29 নভেম্বর চীনে আই সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে Redmi K70, Redmi K70 Pro এবং Redmi K70e স্মার্টফোন পেশ করা হবে।
Redmi K70 series এর লঞ্চ ডিটেইলস
আগামী 29 নভেম্বর শাওমির রেডমি কে70 সিরিজ লঞ্চ হবে। এইদিন কোম্পানি চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই সিরিজের ম্নচ থেকেই বাজারে নতুন রেডমি সিরিজ পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের ফোনের নাম অফিসিয়ালি জানানো হয়নি, তবে শোনা যাচ্ছে এই সিরিজে Redmi K70, Redmi K70 Pro এবং Redmi K70e ফোন পেশ করা হবে। 29 নভেম্বর সন্ধ্যা 7টায় এই ইভেন্ট চীনে শুরু হবে, ভারতীয় সময় অনুযায়ী এই ইভেন্ট শুরু হবে বিকাল 4টে 30 মিনিটে।
Redmi K70e এর স্পেসিফিকেশন (লিক)
6.67″ OLED 120Hz Display
MediaTek Dimensity 8300-Ultra
16GB RAM + 1TB Storage
16MP Selfie Camera
64MP Rear Camera
90W 5,500mAh Battery
ডিসপ্লে: Redmi K70e ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশরেট, 1200 নিটস ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
প্রসেসর: লিক অনুযায়ী এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8300-আলট্রা চিপসেট যোগ করা হবে। জানিয়ে রাখি এই চিপসেট 1,526,328 AnTuTu score পেয়েছে, যা যথেষ্ট ফাস্ট।
স্টোরেজ: এই ফোনে 16GB RAM দেওয়া হতে পারে এবং এতে 1TB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এটি এই ফোনের হাইএন্ড মডেল হতে পারে। লিক অনুযায়ী এতে LPDDR5x RAM এবং UFS 4.0 storage পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi K70e ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটি 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।