বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত বছরের ডিসেম্বরে Redmi K60 লঞ্চ করেছিল চীনা প্রতিষ্ঠান শাওমির সাব ব্র্যান্ড রেডমি। এখন Redmi K70 নিয়েও আলোচনা শুরু হয়েছে। চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন স্মার্টফোন সম্পর্কিত তথ্য শেয়ার করেছে। টিপস্টারের মতে, Redmi K70-এ থাকবে লেটেস্ট চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। অনেকে আশা করছে যে খুব তাড়াতাড়ি নতুন এই ফোন বাজারে লঞ্চ করবে কোম্পানি।
চলতি বছরের অক্টোবরে স্ন্যাপড্রাগন টেক সামিটে স্ন্যাপড্রাগন ৮ জেন থ্রি সম্পর্কে ঘোষণা করা হতে পারে। এরপর এই চিপসেট যুক্ত ডিভাইসগুলি ২০২৩ সালের নভেম্বরে বাজারে আসতে পারে বলে অনেকের অনুমান। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, এটি শাওমি ১৪ সিরিজের প্রথম ফোন, যা এসডি৮জি৩ চিপ নিয়ে লঞ্চ করা হবে। যদিও সংস্থাটি এখনও পর্যন্ত এই সম্পর্কিত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। আপাতত এই চিপসেটটি গিকবেঞ্চ এবং এন্টুটু বেঞ্চমার্কিংয়ে দেখা গিয়েছে। গিকবেঞ্চ তালিকায়, চিপের একক কোর পয়েন্ট ২৫৬৩, মাল্টি-কোর পয়েন্ট ৭২৫৬।
Redmi K70 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, রেডমি কে৬০-এর মতো এই লাইন আপেও একাধিক ডিভাইস থাকবে। কে৬০ লাইনআপে রয়েছে রেডমি কে৬০, রেডমি কে৬০ই এবং রেডমি কে৬০ প্রো। তবে প্রো মডেলটি শুধু চীনেই লঞ্চ করেছিল কপানি। সুতরাং, এই মুহুর্তে Redmi K70 এর প্রো মডেল সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। Redmi K60 সিরিজে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রযুক্তি দেওয়া ছিল।
এ প্রসঙ্গে আরও বলে রাখা ভালো যে গিকবেঞ্চের সিঙ্গেল কোর পরীক্ষায় যেমন চিপসেটটি ২৫৬৩ এবং মাল্টি কোর পরীক্ষায় ৭২৫৬ স্কোর পেয়েছে। তেমনই আনটুটুতে আসন্ন সিরিজের স্কোর ছিল ১,৭৭১,১০৬। রেডমি কে৭০ সিরিজের স্মার্টফোনটির দাম এখনো প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এর দাম ৩০ হাজারের বেশি হতে পারে। তবে এখন আনুষ্ঠানিক ঘোষণার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।