বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের সবথেকে বড় স্মার্ট ফোন কোম্পানিগুলির মধ্যে অন্যতম হলো রেডমি। এই রেডমি কোম্পানির স্মার্টফোন শুধুমাত্র ভারতে নয় সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়তা পেয়ে থাকে। যখনই এই কোম্পানির কোন নতুন ফোন লঞ্চ হয় তখনই ফোনপ্রেমী জনতাদের মধ্যে একটা হইচই শুরু হয়ে যায়।
আর এবার সম্প্রতি চীনে তাদের নতুন পারফরমেন্স কেন্দ্রিক স্মার্টফোন Redmi K70 লঞ্চ করে দিয়েছে রেডমি। এই লাইন আপের দুটি স্ট্যান্ডার্ড স্মার্টফোন অর্থাৎ Redmi K70 এবং Redmi K70 Pro ছাড়াও এই সিরিজে আরও একটি স্মার্ট ফোন নিয়ে আসা হয়েছে। এই মডেলের নাম দেওয়া হয়েছে Redmi K70 E। এই মডেলটি ডিজাইনের দিক থেকে স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলের থেকে আরো উন্নত। এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন এমন কিছু ফিচার, যা সস্তা দামের স্মার্ট ফোনে রীতিমতো বিরল। তাহলে চলুন এই স্মার্টফোন এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
স্পেসিফিকেশন : রেডমি কোম্পানির এই নতুন স্মার্টফোনে আপনারা পেয়ে যেতে চলেছেন ১২০ হার্টজ রিফ্রেস রেট সহ ৬.৬৭ ইঞ্চির একটি ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস ১৮০০ নিট। এছাড়াও, এই ডিসপ্লের সঙ্গে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ডিসপ্লেতে কালার অ্যাকিউরেসি এবং আই প্রটেকশন ক্ষমতা দুর্দান্ত। এই ডিসপ্লের হার্ডওয়ার এর সঙ্গে ব্লু লাইট রিডাকশন ক্ষমতাটি অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে, যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
এই নতুন স্মার্ট ফোনে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা চিপসেট। স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ১৬ জিবি পর্যন্ত ram এবং এক টেরাবাইট পর্যন্ত স্টোরেজ। এই নতুন চিপসেটের সাথে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুবিধা পেয়ে যাবেন।
এছাড়াও এই স্মার্টফোনে Xiao AI ইন্টিগ্রেশন রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনসহ ৬৪ মেগাপিক্সেলের একটি দুর্দান্ত প্রাইমারি ক্যামেরা। এছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর সামনে সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
অন্যদিকে এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাচ্ছেন ৫৫০০ এমএএইচ ব্যাটারি যা ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারির ব্যাটারি হেল্থ খুবই ভালো। ফলে সহজে এই ডিভাইসের ব্যাটারি খারাপ হবে না। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি কালার অপশন।
এই মুহূর্তে চীনে এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় ২৩৮৫৫ টাকার কাছাকাছি। ভারত এবং গ্লোবাল মার্কেটে এই স্মার্টফোন কবে আসবে সে সম্পর্কে এখনো পর্যন্ত যদিও কিছু জানায়নি সংস্থাটি। তবে ভারতে যদি লঞ্চ করে তাহলে রেডমি K সিরিজের ফোন হিসেবে এটি লঞ্চ করবে না। ধারা অনুযায়ী কোন একটি অন্য সিরিজের ফোন হিসেবে এই ফোনটিকে লঞ্চ করবে রেডমি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।