বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রেডমি প্রতি বছর তাদের ‘K’ সিরিজের অধীনে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন লঞ্চ করে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নতুন Redmi K80 Ultra প্রিমিয়াম ফিচারের সঙ্গে বাজারে আসতে চলেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই ফোনটিতে বিশাল ব্যাটারি এবং শক্তিশালী হার্ডওয়্যার থাকবে।
Redmi K80 Ultra: সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: ৬.৮ ইঞ্চির OLED LTPS ফ্ল্যাট ডিসপ্লে, ১.৫K রেজোলিউশন
- প্রসেসর: মিডিয়াটেকের শক্তিশালী Dimensity 9400 Plus চিপসেট
- ক্যামেরা: ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (নতুন গোলাকৃতি ক্যামেরা মডিউল)
- ব্যাটারি: ৭,৪০০mAh বা ৭,৫০০mAh বড় ব্যাটারি
- চার্জিং: ১০০W ফাস্ট চার্জিং সাপোর্ট
- বডি: মেটাল মিডল ফ্রেম, যা আরও উন্নত স্থায়িত্ব দেবে
- ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (অপটিক্যালের তুলনায় বেশি নির্ভুল)
Redmi K80 Ultra কবে আসতে পারে?
টিপস্টারদের মতে, রেডমি গত বছর Dimensity 9300 Plus চিপসেটের সঙ্গে K70 Ultra লঞ্চ করেছিল জুলাই মাসে। সেই হিসেবে K80 Ultra-ও চলতি বছর একই সময় লঞ্চ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।