বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Redmi Note 10 Pro বনাম Realme V11s 5G দুটি নিয়ে আজকে আমরা তুলনা করব। সেই ফোনগুলো হল মটোরোলা মোটো জি ৫১ ৫জি এবং রেডমি নোট ১১ টি ৫জি ফোন দুটির মাঝে মূল্যের তেমন বেশি তারতম্য নেই তবে ফিচারের ভিন্নতা লক্ষ্য করা গেছে।
প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে : Redmi Note 10 Pro এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। Realme V11s 5G উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৬০০ পিক্সেল। কর্নিং গরিলা গ্লাস ৫ এর নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট।
এবার দেখে নেওয়া যাক স্মার্টফোন দুইটির বডি সম্পর্কে বিস্তারিত : Redmi Note 10 Pro এই মোবাইলটির আয়তন হবে ১৬৪.৫X৭৬.১৫X৮.১ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৯২ গ্রাম। Realme V11s 5G উক্ত মোবাইলটির আয়তন হবে ৮.৪ মিলিমিটারএবং ওজন হবে মাত্র ১৮৯ গ্রাম।
মোবাইল দুইটির হার্ডওয়্যার সেকশনে যা আছে : Redmi Note 10 Pro উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২ জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬১৮। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ফোন স্টোরেজ এছাড়া অতিরিক্তভাবে ৫১২ জিবি এর স্টোরেজ ব্যাবহার করা যাবে। এখানে আরো দেওয়া হয়েছে ৫,০২০ এম এ এইচ এর ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০, ফেস আনলক, জল প্রতিরোধী ক্ষমতা সহ নানাবিধ সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
বাচ্চার ইন্টারনেট আসক্তি যেভাবে কমাবেন
Realme V11s 5G এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে এ আর এম মালি- জি ৫৭ এম সি ২। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৪/৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এছাড়া এখানে আরো দেওয়া হয়েছে ৫,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.১ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
ফোন ২টির ক্যামেরা : Redmi Note 10 Pro উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের, একটি ৮ মেগাপিক্সেলের, একটি ২ মেগাপিক্সেলের ও অপরটি হবে ৫ মেগাপিক্সেলের সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। উভয় ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, পোরট্রেইট, প্যানোরামা, স্লো মোশন, ই আই এস ও ৪কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা।
Realme V11s 5G এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ যার ক্যামেরাগুলো হবে ১৩ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের। উভয় ক্যামেরাতে ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, পোরট্রেইট, পি ডি এ এফ এবং এ আই ক্যামেরা এর সুবিধা।
Redmi Note 10 Pro এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,১৬১ টাকা। Realme V11s 5Gএই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,৬৫৩ টাকা।
এখানে ফোন দুটির মাঝে মূল্যের তেমন তারতম্য নেই তবে ফিচারের ও ভিন্যতা বেশ রয়েছে। দুইটি ফোনের ফিচারই দেওয়া হয়েছে অসাধারণ। তবে আমার ব্যক্তিগতভাবে রেডমি নোট ১০ প্রো মোবাইলটি বেশি ভাল লেগেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।