বর্তমান মোবাইল দুনিয়ায় প্রবল প্রতিযোগিতা থাকা সত্ত্বেও রেডমি কোম্পানি স্মার্টফোন লাভারদের কাছে ভালো জায়গা করে নিয়েছে। রেডমি একের পর এক আকর্ষণীয় অ্যানরয়েড সেট এনেছে বাজারে। রেডমি নোট ১১ (Redmi Note 11) ও মধ্যম বাজেটের দুর্দান্ত ফোন হবে।
রেডমি নোট ১১ আগামী বছরের শুরুতেই বাজারে আসছে। শুরুতে ভিয়েতনামের বাজারে পাওয়া যাবে। এরপর ধাপেধাপে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া সিরিজের নতুন ফোনগুলো। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের খবর এমনই।
এদিকে শোনা যাচ্ছে, রেডমি নোট ১০ সিরিজের মতই নাম পরিবর্তন করে ভারতের বাজারে বাজারজাত করা হবে নোট ১১ সিরিজ।
দ্যা পিক্সেল-এর রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট ১১ সিরিজ ভিয়েতনামের বাজারে আগামী বছরের প্রথম প্রান্তিকে আসবে। তবে রিপোর্টে বলা হয়েছে ভিয়েতনামের বাজারের জন্য নোট ১১ সিরিজে আলাদা ডিজাইন এবং স্পেসিফিকেশন থাকবে। এমনকি এতে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেটের বদলে স্ন্যাপড্রাগন প্রসেসর দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
অপরদিকে ভারতে রেডমি নোট ১১ মডেলটি রেডমি নোট ১১টি ফাইভ জি নামে আসবে বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি। টিপস্টার ক্যাসপার আরও বলেছেন যে, সিরিজের প্রো মডেল দুটিকে ‘রেডমি’ ট্যাগ ছাড়াই সেদেশের বাজারে আনা হবে। সেক্ষেত্রে রেডমি নোট ১১ প্রো মডেল শাওমি ১১আই এবং নোট ১১ প্রো প্লাস সংস্করণটি শাওমি ১১আই হাইপার চেঞ্জ নামে ভারতে পা রাখবে।
শোনা যাচ্ছে, রেডমি নোট ১১ সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপের সঙ্গে। সম্ভবত ২০২২-এর জানুয়ারিতেই ভারতের মার্কেটে আসবে এই ফোন। শুধু কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ নয়, ফোনে রয়েছে বাড়তি ফিচার্সও। এর ডিসপ্লে ৬.৬০ ইঞ্চি (Display 6.60 inch)।
ক্যামেরা ৫০ মেগাপিক্সেল (50 megapixel) + ৮ মেগাপিক্সেল (8 megapixel )। ব্যাটারি রয়েছে ৫০০০ এমএএইচ (5000 mAh)। ৬ জিবি RAM আর ১২৮ জিবি স্টোরেজ (Storage) থাকবে সব কয়টি মেডেলে। আশা করা যাচ্ছে, ২০,০০০ -র মধ্যে হবে রেডমি নোট ১১ (Redmi note 11)-এর দাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।